ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শেষ হলো বর্বরতার বিরুদ্ধে কবিতার শিল্পিত উচ্চারণ

প্রকাশিত: ০৫:৫৪, ৩ ফেব্রুয়ারি ২০১৭

শেষ হলো বর্বরতার বিরুদ্ধে কবিতার শিল্পিত উচ্চারণ

স্টাফ রিপোর্টার ॥ সকাল থেকে রাত অবধি কবিতা পড়লেন দেশ-বিদেশের কবিরা। স্বদেশের প্রতিষ্ঠিত কবিদের সঙ্গে নিবন্ধনের মাধ্যমে এই কবিতাপাঠে অংশ নিলেন দেশের নানা প্রান্তের নবীন কবিরা। আর এভাবেই বর্বরতার বিরুদ্ধে কবিতার শিল্পিত উচ্চারণের মাধ্যমে বৃহস্পতিবার শেষ হলো দুই দিনের জাতীয় কবিতা উৎসব। সমাপনী দিনে নানা আনুষ্ঠানিকতার মাঝে ঘোষণা করা হয় উৎসবের আয়োজক জাতীয় কবিতা পরিষদের নবনির্বাচিত নির্বাহী কমিটি। সন্ধ্যায় ২০১৬ সালের জাতীয় কবিতা পরিষদ পুরস্কার প্রদান করা হয় কবি সাযযাদ কাদিরকে। পুরস্কারের সম্মানী হিসেবে কবিকে প্রদান করা হয় ২৫ হাজার টাকা। জাতীয় কবিতা পরিষদ সম্মাননা প্রদান করা হয় কবি বেলাল চৌধুরীকে। অসুস্থতার কারণে কবির ছেলে আবদুল্লাহ প্রতীক চৌধুরীর হাতে সম্মাননা তুলে দেন পরিষদের নেতৃবৃন্দ। সম্মাননার সম্মানী হিসেবে প্রদান করা হয় ৩০ হাজার টাকা। সমাপনী দিনে উৎসবের আহ্বায়ক কবির রবিউল হোসেন জাতীয় কবিতা পরিষদের নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। ২০১৭-২০১৯ সালের জন্য গঠিত কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন কবি মুহাম্মদ সামাদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কবি তারিক সুজাত। সভাপতিম-লীর সদস্য নির্বাচিত হয়েছেন রবিউল হুসাইন, মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, রুবী রহমান, সাযযাদ কাদির, শিহাব সরকার ও আসলাম সানী। সম্পাদকম-লীতে রয়েছেন যুগ্ম সম্পাদক আমিনুর রহমান সুলতান, সাংগঠনিক সম্পাদক কাজল বন্দ্যোপাধ্যায়, অর্থ সম্পাদক খোরশেদ বাহার, প্রকাশনা সম্পাদক দিলারা হাফিজ, প্রচার সম্পাদক নাসির আহমেদ, দফতর সম্পাদক হানিফ খান, তথ্য ও গবেষণা সম্পাদক আনজীর লিটন, সাংস্কৃতিক সম্পাদক শাহাদাত হোসেন নিপু, সেমিনার সম্পাদক ফয়জুল আলম পাপ্পু ও আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন হারিসুল হক। পরিষদের নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আনোয়ারা সৈয়দ হক, মুনীর সিরাজ, আসাদ মান্নান, রবীন্দ্র গোপ, জয়দুল হোসেন, মুস্তাফা মজিদ, আহমদ আজিজ, আমীরুল ইসলাম, বুলবুল মহলানবীশ, ফনীন্দ্রনাথ রায়,্ আয়াত আলী পাটওয়ারী, নাহার ফরিদ খান, এম আর মঞ্জু, বদরুল হায়দার, পিয়াস মজিদ, থিওফিল নকরেক, মৃত্তিকা গুণ ও সাদিয়া স্বাতী। এছাড়া সাত সদস্যের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন কবি বেলাল চৌধুরী, আসাদ চৌধুরী, মোহাম্মদ রফিক, হাবীবুল্লাহ সিরাজী, মুহম্মদ নূরুল হুদা, নূহ-উল-আলম-লেনিন ও কাজী রোজী। নির্বাহী কমিটির সহযোগী সদস্য মনোনীত হয়েছেন মং এখেন মং মং, আলীম হায়দার, গিয়াসউদ্দিন চাষা, শরাফাত হোসেন ও শিখা সরকার। ‘কবিতা মানে না বর্বরতা’ সেøাগানে অনুষ্ঠিত উৎসবের সমাপনী দিনে সকাল থেকে রাত অনুষ্ঠিত হয়েছে সেমিনার, কবিতাপাঠ, ছড়াপাঠ ও কবিতার গানে সাজানো ৭টি অধিবেশন। সকাল এগারোটায় ‘কবিতার অনুবাদ : মুক্ততা ও মৌলিকতা’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন আহমদ রফিক। এ বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেছেন মুহম্মদ নূরুল হুদা। আলোচনায় অংশ নেন শামীম আজাদ, ক্রিশ্চিয়ান কার্লসন, আহমাদ মাযহারসহ দেশ-বিদেশের কবিরা। কবিতা মানে না বর্বরতা শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. রফিকুল ইসলাম। মূল প্রবন্ধ পাঠ করেন কাজল বন্দ্যোপাধ্যায়। আলোচনায় অংশ নেন নূহ-উল-আলম লেনিন, গোলাম কুদ্দুছ, বিশ্বজিৎ ঘোষ, ড. রফিকউল্লাহ খান ও দিলীপ দাস। কবিতাপাঠের ষষ্ঠ ও সপ্তম পর্বে সভাপতিত্ব করেন কবি কাজী রোজী এবং কবি নাসির আহমেদ। কবিতাপাঠের দশম পর্বে সভাপতিত্ব করেন পাঠকনন্দিত কবি নির্মলেন্দু গুণ। এ পর্বে কবিতা পাঠ করেন দেশের কবিবৃন্দ। আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে নাসির উদ্দীন ইউসুফের সভাপতিত্বে রাত ৮টায় কবিতার গান শীর্ষক পর্বের মাধ্যমে শেষ হয় উৎসব।
×