ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

২৪ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

সাঁতারের নতুন সম্পাদক সাইফ

প্রকাশিত: ০৪:১৬, ৩ ফেব্রুয়ারি ২০১৭

সাঁতারের নতুন সম্পাদক সাইফ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ সাঁতার ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক হলেন এমবি সাইফ ওরফে বি মোল্লা। ফেডারেশনের বিগত কমিটিতে তিনি ছিলেন প্রথম যুগ্ম-সম্পাদক। গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন সাইফ। বিগত কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী মোঃ রফিজউদ্দিন রফিজ নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন। আগামী ৮ ফেব্রুয়ারি সাঁতারের নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা পড়েছে। সেখানে ২৪টি পদের বিপরীতে অতিরিক্ত কোন মনোনয়নপত্র জমা পড়েনি। আর তাই সাধারণ সম্পাদকসহ সবপদেই প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোঃ সহিদউল্লাহ ও রিটার্নিং অফিসার কবিরুল ইসলাম। উল্লেখ্য, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত। কোন প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। চার সহ-সভাপতির তিনজন হলেন গোলাম মোঃ আলমগীর, রফিজউদ্দিন রফিজ ও আব্দুল মান্নান। যুগ্ম-সম্পাদক সেলিম মিঞা ও আব্দুল হামিদ। কোষাধ্যক্ষ হয়েছেন রেজাউল হোসেন বাদশা। ১৬ সদস্য হলেন : আশরাফ তালুকদার, রেজাউল ইসলাম, জসিমউদ্দিন খসরু, আসলাম মোরশেদ, মুরশীদ আবেদীন, বাবু তপন চন্দ, নাজিম উদ্দিন জুলিয়াস, রাবেয়া খাতুন, যতীন্দ্রনাথ বিশ্বাস, বদিউজ্জামান বুধু, খোকন সিরাজুল ইসলাম, কবির আহমেদ কুব্বার, বেগম মাহমুদা শরীফ, নিবেদিতা দাস, জহুরা খাতুন এবং এটিএম হাসানুজ্জামান পলাশ। যুব হকিতে ঢাকা ও শিক্ষা বোর্ডের বড় জয় স্পোর্টস রিপোর্টার ॥ ‘অগ্রণী ব্যাংক জাতীয় যুব হকি প্রতিযোগিতা’য় বৃহস্পতিবার দুটি খেলা মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে ঢাকা জেলা ১২-০ গোলে পটুয়াখালী জেলাকে হারায়। বিজয়ী দলের আরমান হোসেন হ্যাটট্রিকসহ ৪টি ফিল্ড গোল করেন। অপর খেলায় ঢাকা শিক্ষা বোর্ড ৯-০ গোলে নারায়ণগঞ্জ জেলাকে হারায়। কিউই-অসি দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম ওয়ানডেতে দারুণ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত ছিল টানটান উত্তেজনা। শেষ পর্যন্ত ৬ রানে জিতে গিয়েছিল স্বাগতিক নিউজিল্যান্ড। চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে কিউইরা। তবে নেপিয়ারে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে একটা বলও মাঠে গড়াল না। বৃষ্টি আর সিক্ত মাঠের কারণে কোন খেলাই হয়নি বৃহস্পতিবার। অবশ্য বৃষ্টি থেমেছিল এবং আম্পায়াররা মাঠ পরিদর্শন করে ৩৭ ওভারে খেলা নির্ধারণও করেছিলেন। কিন্তু খেলার জন্য উপযুক্ত করে প্রস্তুত করতে পারেনি গ্রাউন্ডসম্যানরা। আউটফিল্ড ভেজা থাকায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে হয়েছে। এবার শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে উভয় দলকে সিরিজ নির্ধারণের জন্য। রবিবার হ্যামিল্টনে মর্যাদার এ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছিল নিউজিল্যান্ড। এবার ফিরতি সিরিজে তাদের প্রতিশোধের মিশন। প্রথম ম্যাচটা জিতলেও দ্বিতীয়টা পরিত্যক্ত হওয়াতে এখন সিরিজ জেতার জন্য নামতে হবে রবিবার। তবে অস্ট্রেলিয়ার সুযোগ সমতায় শেষ করার। সেজন্য জিততেই হবে তাদের তৃতীয় ওয়ানডে।
×