ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুসের ইতিহাস

প্রকাশিত: ০৪:১৫, ৩ ফেব্রুয়ারি ২০১৭

ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুসের ইতিহাস

স্পোর্টস রিপোর্টার ॥ ক্লাব ফুটবলে আলো ছড়ানোর আগেই জাতীয় দল মাতানো ফুটবলারের সংখ্যা খুব বেশি নয়। এমনই এক নাম গ্যাব্রিয়েল জেসুস। উঠতি এই ফরোয়ার্ড গত বছর ব্রাজিলের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকেই আলো ছড়িয়ে চলেছেন। ইতোমধ্যে বিখ্যাত হলুদ জার্গি জড়িয়ে ৬ ম্যাচ খেলে করেছেন ৪ গোল। অসাধারণ পারফর্মেন্সের পুরস্কারস্বরূপ চলতি মৌসুমে তাকে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লীগে আসলেও সিটি কোচ পেপ গার্ডিওলা ১৯ বছর বয়সী জেসুসকে মাঠে নামাচ্ছিলেন না। তবে দলের দুর্দিনে তিনি তার সিদ্ধান্ত পাল্টান। যে কারণে গত ২১ জানুয়ারি সিটির জার্সি গায়ে অভিষেক হয় জেসুসের। ওই ম্যাচে ৮২ মিনিটে বদলি হিসেবে নেমে গোল করলেও সেটা বাতিল হয়েছিল অফসাইডের অজুহাতে। অবশেষে প্রিমিয়ার লীগ তথা সিটির হয়ে শুরুর একাদশে অভিষেক হয়েছে উঠতি এই ফুটবলারের। বুধবার রাতে ইপিএলের ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মাঠে খেলতে যায় ম্যানচেস্টার সিটি। এই ম্যাচে জেসুসকে শুরুর একাদশে রাখেন সিটি কোচ গার্ডিওলা। ফলও পেয়েছেন হাতেনাতে। ম্যাচে জেসুস একটি গোল করা ছাড়াও দু’টি গোলে সহায়তা করেছেন। সিটিও ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে। আরেক ম্যাচে ঘরের মাঠ ওল্ডট্র্যাফোর্ডে হাল সিটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বর্তমানে ২৩টি করে ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে চেলসি। ৪৭ পয়েন্ট করে নিয়ে গোলগড়ে যথাক্রমে দুই ও তিনে টটেনহ্যাম হটস্পার ও আর্সেনাল। ৪৬ পয়েন্ট নিয়ে ম্যানসিটি পাঁচে। ৪২ পয়েন্ট নিয়ে ম্যানইউ ছয় নম্বরে। ওয়েস্টহ্যামের বিরুদ্ধে ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল করে ম্যানচেস্টার সিটি। জেসুসের সহায়তায় গোল করে দলকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইন। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ডেভিড সিলভা। ম্যাচের ৩৯ মিনিটে আবারও লাইমলাইটে ব্রাজিলিয়ান তারকা। এবার নিজেই দৃষ্টিনন্দন এক গোল উপহার দেন সিটিজেনদের। প্রিমিয়ার লীগে নিজের প্রথম গোল করে উচ্ছ্বাসে ভাসেন জেসুস। তার গোলের সৌজন্যেই ম্যানসিটি ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। ম্যাচের বয়স যখন ৬৭ মিনিট তখন পেনাল্টিতে ম্যানচেস্টার সিটির হয়ে চতুর্থ গোলটি করেন ইয়াইয়া তোরে। ইংলিশ প্রিমিয়ার লীগে এই ম্যাচের মধ্যদিয়েই শুরুর একাদশে অভিষেক ঘটে জেসুসের। আর অভিষেকেই রেকর্ড বুকে নিজের নাম লিখিয়েছেন। ম্যানচেস্টার সিটির হয়ে প্রথম কোন খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লীগে শুরুর একাদশে খেলে অভিষেক ম্যাচেই গোল করার পাশাপাশি এ্যাসিস্টও করেছেন তিনি। শুধু তাই নয়, ব্রাজিলের দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লীগে নিজের প্রথম ম্যাচেই গোল করেন। এদিন তার বয়স ছিল মাত্র ১৯ বছর ৩০৪ দিন। জেসুসের আগে সর্বকনিষ্ঠ ব্রাজিলিয়ান খেলোয়াড় হিসেবে প্রথম লীগ ম্যাচেই গোল করেছিলেন রাফায়েল। ২০০৮ সালের নবেম্বরে মাত্র ১৮ বছর ১২২ দিনে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে গোল করেছিলেন তিনি। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান তারকাকে প্রশংসায় ভাসিয়ে তরমুজের সঙ্গে তুলনা করেন কোচ পেপ গার্ডিওলা। তিনি বলেন, সে ঠিক তরমুজের মতোই। এটা ভাল না কি মন্দ কাটার পূর্বমুহূর্ত পর্যন্ত তার কিছুই বুঝতে পারবেন না। তার সম্ভাবনা দারুণ। বয়সে তরুণ কিন্তু তার মন মানসিকতা অনেক বড়। গার্ডিওলা ২৩টি করে ম্যাচ হয়ে যাওয়ার পরই লীগের শেষ দেখে ফেলেছেন। তিনি বলেন, আমার মনে হয় না চেলসি কোচ এ্যান্টোনিও কন্টের চিন্তার কিছু আছে। দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে তার দল। এখন শুধু চেলসিই পারে নিজেদের শিরোপা লড়াই থেকে ছিটকে দিতে। অন্যদের কিছু করার নেই। তাহলে তার দলের লক্ষ্য কি? এ প্রশ্নে সাবেক বার্সিলোনা কোচ বলেন, আমাদের সঙ্গে তো চেলসির বিশাল ব্যবধান। আমরা মৌসুমের শেষদিন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লীগ নিশ্চিত করার জন্য লড়ব।
×