ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বোল্টের নতুন চ্যালেঞ্জ

প্রকাশিত: ০৪:১৩, ৩ ফেব্রুয়ারি ২০১৭

বোল্টের নতুন চ্যালেঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ একেই বলে বিনামেঘে বজ্রপাত। সতীর্থের ডোপ পাপের মাসুল দিতে হলো উসাইন বোল্টকে। সুদীর্ঘ ক্যারিয়ারে জেতা ৯ অলিম্পিক পদকের মধ্যে ফিরিয়ে দিতে হলো একটি। অলিম্পিক পদক হারানোর পর প্রথমদিকে ভীষণ খারাপ লেগেছিল বোল্টের। কিন্তু শেষ পর্যন্ত মেনে নিয়েছেন জ্যামাইকার এই কিংবদন্তি স্প্রিন্টার। সব ভুলে ইতিহাসের দ্রুততম মানব নিজেকে প্রস্তুত করছেন নতুন চ্যালেঞ্জের জন্য। এ বিষয়ে উসাইন বোল্ট নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘পদক হারানোর পর প্রাথমিকভাবে আমার খুব খারাপই লেগেছিল। কিন্তু এটাই বোধহয় জীবন। মেনে নিতে হয় অনেক কিছুই।’ গত সপ্তাহে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ঘোষণা করে নেস্টা কার্টারের নিষিদ্ধের খবর। এরপরই ২০০৮ সালে বেজিং অলিম্পিকে জেতা ৪ গুণিতক ১০০ মিটার রিলের পদক ফিরিয়ে দেন জ্যামাইকান কিংবদন্তি। উসাইন বোল্ট অবশ্য এখনও সতীর্থের পাশেই দাঁড়িয়ে আছেন। তিনি বলেন, ‘আমি দুঃখিত নই। নেস্টা কি করে, সেদিকে তাকিয়ে রয়েছি।’ উসাইন বোল্ট এখন মেলবোর্নে। অলিম্পিক পদক ফিরিয়ে দেয়ার পর এই প্রথম নিট্রো সিরিজে অংশ নিতে যাচ্ছেন তিনি। শনিবারই প্রথম মিটে অংশ নিবেন তিনি। তারপরের মিট ৯ ও ১১ ফেব্রুয়ারি। জ্যামাইকান স্প্রিন্টারের পুরো মনোযোগ এখন নিট্রো সিরিজকে ঘিরেই। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি এখন নিট্রো সিরিজের দিকেই মন দিচ্ছি।’ উসাইন বোল্ট যতই পদকের শোক ভোলার চেষ্টা করুন, ঐ টিমের আর এক সদস্য আসাফা পাওয়েল কিন্তু কিছুতেই মেনে নিতে পারছেন না তা। তবে বিপদে সতীর্থের পাশেই থাকছেন তিনি। এ বিষয়ে আসাফা পাওয়েল বলেন, ‘একথা অস্বীকার করার কোন উপায় নেই যে, আমি প্রচ- কষ্ট পেয়েছি। প্রকৃতপক্ষে এটা খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু ও আমাদের টিমমেট। ওর পাশেই থাকব।’ এবার প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নিট্রো সিরিজ। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হতে যাওয়া এই ইভেন্টে ইংল্যান্ড, চীন, নিউজিল্যান্ড, ও জাপানের মতো দেশের পাশাপাশি উসাইন বোল্ট-আসাফা পাওয়েলের মতো তারকা এ্যাথলেটরাও দৌড়াবেন। ১০০ মিটারে বিশ্বরেকর্ডধারী উসাইন বোল্ট অলস্টার্সের নেতৃত্ব দিবেন।
×