ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ০৪:০০, ৩ ফেব্রুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২ ফেব্রুয়ারি ॥ সোনারগাঁয়ের কাঁচপুরে অবস্থিত সিনহা ও ওপেক্স গ্রুপের গার্মেন্টস কারখানায় ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কারখানার শ্রমিক কাজলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, পুলিশ লাইন অঞ্চলের সভাপতি সাইফুল ইসলাম শরীফ, ফতুল্লা আঞ্চলিক শাখার সহসভাপতি কামাল পারভেজ মিঠু, সিনহা গার্মেন্টসের শ্রমিক সোহেল, শাহিনুর, নাছিমা প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, সিনহা গার্মেন্টসের (ওপেক্স গ্রুপ) মালিক কিছুদিন পর পর শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় এবং ছাঁটাই করেন। শ্রম আইন অনুযায়ী তাদের ন্যায্য পাওনা দেয়া হয় না। ৩১ জানুয়ারি পাওনা থেকে বঞ্চিত করে ৮শ’ শ্রমিককে ছাঁটাইয়ের নোটিস দেয়। নেতৃবৃন্দ অবিলম্বে ছাঁটাইকৃত শ্রমিকদের পাওনা পরিশোধ, মিথ্যা মামলা প্রত্যাহার ও চাকরিতে পুনর্বহাল এবং অতি দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানান। বগুড়ায় ম্যাজিস্ট্রেটের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় সাংবাদিকের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অসৌজন্যমূলক আচরণ ও পেশাগত কাজে বাধা দেয়াসহ সাংবাদিকদের বিষয়ে অশালীন মন্তব্য করার প্রতিবাদে বৃহস্পতিবার সাংবাদিকরা বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় শহরের প্রাণকেন্দ্রে যানবাহন চলাচল বন্ধ থাকে। সমাবেশ থেকে অবিলম্বে সাংবাদিক সমাজ নিয়ে কটূক্তিকারী ম্যাজিস্ট্র্রেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তার অপসারণ দাবি করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব উর রহমান আশিক শহরের কানছগাড়ি এলাকায় ফাতেমা জেনারেল হসপিটাল নামে একটি ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তার সঙ্গে র‌্যাব ছিল। অভিযানের বিষয়ে তথ্য নিতে এসএ টিভির স্টাফ রিপোর্টার ও বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আরিফ রহমান সেখানে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন। সাংবাদিকদের বিষয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্যসহ ওই সাংবাদিককে আধাঘণ্টারও বেশি সময় বসিয়ে রাখেন। অনিয়মসহ সঠিকভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা না করায়, ওই ক্লিনিকের সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। পরে ওই মোবাইল কোর্ট শাজাহানপুরের ম্যাক্স কেয়ার নামে অপর আরেকটি ক্লিনিকে অভিযান চালিয়ে অনিয়ম ও সঠিক চিকিৎসা কার্যক্রম না করায় ৪ লাখ টাকা জরিমানা করেন। এদিকে সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণ ও কটূক্তিসহ পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয়ার খবর ছড়িয়ে পড়লে সাংবাদিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
×