ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রেক্স টিলারসন যুক্তরাষ্ট্রের নয়া পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৩:৩৩, ৩ ফেব্রুয়ারি ২০১৭

রেক্স টিলারসন যুক্তরাষ্ট্রের নয়া পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কেবিনেটে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বুধবার শপথ নিলেন রেক্স টিলারসন। তিনি এক্সন মোবিল কোম্পানির সাবেক চেয়ারম্যান ও প্রধান নির্বাহী। ওয়াশিংটনে হোয়াইট হাউসের ওভাল অফিসে তাকে শপথ বাক্য পড়ান নয়া মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স। ৬৪ বছর বয়সী রেক্সের বাড়ি টেক্সাসে। সিনেটে ৫৬-৪৩ ভোটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার নিয়োগকে অনুমোদন দেয়া হয়েছে। রিপাবলিকান সিনেটররা অবশ্য এর আগেই ট্রাম্পের মনোনীত স্বাস্থ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর নিয়োগ নিশ্চিত করতে ডেমোক্র্যাট সিনেটরদের বয়কটের মুখেও নিয়ম পরিবর্তন করেছিলেন। রাশিয়ার সঙ্গে সম্পর্কের কারণে রেক্সকে ব্যাপক তদন্ত ও যাচাইয়ের সম্মুখীন হতে হয় এবং তিনি বিতর্কিত হয়ে পড়েন। রেক্সের শপথ নেয়ার সময় ট্রাম্প তাকে বলেন, ‘আপনার সারা জীবনের প্রস্তুতি আজ এই মুহূর্তের জন্যই।’ নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই প্রেসিডেন্টের অধীনে কাজ করার সময় আমি সব সময়ই মার্কিন নাগরিকদের স্বার্থ সংরক্ষণ করে যাব।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ট্রাম্পের পক্ষ থেকে রেক্সকে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও মানবাধিকারের মতো বিষয়গুলোতেও সমঝোতা করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। টিলারসনের কোন রাজনৈতিক অভিজ্ঞতা নেই। রাশিয়ার সঙ্গে তার সম্পর্কের বিষয়টিও পরীক্ষার মুখে পড়েছে। এ বিষয়টি নিয়ে অনেক সিনেটর উদ্বেগও প্রকাশ করেছে। তবে রিপাবলিকানরাসহ টিলারসনের অন্যান্য সমর্থকরা বলছেন, দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি একজন বলিষ্ঠ নেতাই হবেন। -এএফপি অন্যরকম প্রবীণতম যোগ শিক্ষিকা বিশ্বের প্রবীণতম যোগ শিক্ষিক তাও পর্চন লিঞ্চের নাম গিনেস বুকে উঠেছে। ৯৮ বছর বয়সী এই শিক্ষিকা এখনও সপ্তাহে পাঁচটি করে ক্লাস নেন। ৯৮ বছর বয়সটা তাও’র কাছে শুধু সংখ্যা ছাড়া আর কিছুই নয়। প্রাণ প্রাচুর্য তার সহজাত। তিনি বলেন, যোগ ব্যায়াম শেখানোতে এখনও কোন অসুবিধা বোধ করেন না। বিশ্বে তিনিই প্রবীণতম যোগ শিক্ষক। যৌবনে তিনি ছিলেন মডেল। হলিউড অভিনেত্রী হিসেবে তার খ্যাতি রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফরাসী রেসিসট্যান্স বাহিনীতে যোগ দেন। তাও বলেন, আমি স্বল্পাহারী। রস পান করি। -ওয়েবসাইট
×