ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান এজেন্ডা অর্থনীতি ও ইইউ সদস্যপদ

প্রকাশিত: ০৩:৩২, ৩ ফেব্রুয়ারি ২০১৭

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান এজেন্ডা অর্থনীতি ও ইইউ সদস্যপদ

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন এপ্রিল ও মে মাসে অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটারদের মনজয় করতে প্রার্থীরা ইতোমধ্যে অর্থনীতিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। কেননা বিদায়ী সোশ্যালিস্ট নেতা ফাঁসোয়া ওলাঁদ বেকারত্ব ঘোচাতে ব্যর্থ হয়েছেন এবং প্রবৃদ্ধি স্থবির হয়ে যায়। খবর এএফপির। ২০১৭ সালের নির্বাচনের প্রধান ইস্যুগুলো হচ্ছে বেকারত্ব ॥ ওলাঁদের প্রেসিডেন্ট থাকাকালে বেকারতের লাগাম টানার চেষ্টা করা হয়। তবে তার পাঁচ বছর মেয়াদে উল্লেখযোগ্যভাবে তিনি সেটি করতে ব্যর্থ হন। তার সময়ে বেশিরভাগ সময় বেকারত্বের হার প্রায় দশ শতাংশ ছিল। বর্তমানে তা নয় দশমিক সাত শতাংশ রয়েছে। ২৫ বছর বয়সের তরুণদের মধ্যে ২৪ শতাংশ বেকার। ওলাঁদ ক্ষমতা গ্রহণের সময় ২০১২ সালে অর্থনৈতিক মন্দা চলছিল। সে সময় ফ্রান্সের বিরাট বাজেট ঘাটতি কমাতে ইইউ থেকে চাপ দেয়া হয়। রক্ষণশীল ফাঁসোয়া ফিলোঁ (৬২) প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২০২২ সালে তার প্রথম মেয়াদের শেষ নাগাদ বেকারত্বের হার সাত শতাংশে নামিয়ে আনার অঙ্গীকার করেছেন। ফিলোঁ সপ্তাহে ৩৫ ঘণ্টা কাজের নিয়ম বাতিল করবেন। বেকার ভাতা তুলে ও পাঁচ লাখেরও বেশি সরকারী চাকরির পদ বিলুপ্ত করবেন। সাবেক অর্থমন্ত্রী ইম্যানুয়েল ম্যাঁক্রো (৩৯) মুক্ত বাণিজ্য ও বিশ্বায়ন সমর্থনে এবং একটি শক্তিশালী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা রক্ষা করার অঙ্গীকার করেছেন। গত ২৫ বছরে ১৫ লাখেরও বেশি লোক চাকরি হারিয়েছে। বিদ্রোহী সোশ্যালিস্ট বেনোত হ্যাঁমোদ (৪৯) জানিয়েছেন, প্রযুক্তি বিপ্লবের জন্য লোকজন চাকরি হারিয়েছে ও মৌলিক বৈশ্বিক আয় ধারণার সময় এসেছে। উত্তরপ্রদেশে ভবন ধসে নিহত ৫ ভারতের উত্তরপ্রদেশের কানপুরে একটি নির্মাণাধীন ছয়তলা ভবন ধসে অন্তত পাঁচজন নিহত হয়েছে। ভবনটির ভেতরে অন্তত ২৫-৩০ জন আটকা পড়ে আছে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। বুধবার বিকেলে ভবনটি ধসে পড়ে। খবর এনডিটিভির। জীবিত ও হতাহতদের উদ্ধারে রাতেও গ্যাস কাটার, বিশেষ ক্যামেরা ও ভারি যন্ত্রপাতি নিয়ে কাজ করেছেন উদ্ধারকর্মীরা। ভবন ধসের ১২ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিন বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়। পুলিশ বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপাপড়াদের অধিকাংশই ছত্তিশগড় থেকে আসা নির্মাণ শ্রমিক ও তাদের পরিবারের সদস্য। ভবনটির মালিক সমাজবাদী পার্টির স্থানীয় নেতা মেহতাব আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে মেহতাব ও তার পরিবারের সদস্যরা পলাতক।
×