ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অন্যরকম

প্রকাশিত: ০৪:০৪, ২ ফেব্রুয়ারি ২০১৭

অন্যরকম

নামের কারণে বিজয়ী! জাপানের দক্ষিণাঞ্চলীয় কারাস্তুনগর পরিষদের দুই প্রতিনিধির নাম শিগেরু আওকি। তারা দুজনই নির্বাচনে দাঁড়িয়েছেন। নাম এক থাকায় দেশটির স্থানীয় নির্বাচনে দুজনেই জিতে যান। জাপানি ভাষায় একটা নাম একই বানানে বিভিন্নভাবে লেখার সুযোগ আছে। কিন্তু ওই দুই প্রার্থী একই কায়দায় নাম লেখেন, আর সেটা চীনা হরফ বা কানজি নামে পরিচিত। তাদের দলীয় পরিচয়ে আলাদা করা যায় না। একজন শিগেরু আওকি বয়সে বড় এবং আগে থেকেই নির্বাচিত পদে ছিলেন। আরেকজন তার চেয়ে ছোট এবং এবারই প্রথম প্রার্থী হন। বিভ্রান্তি এড়াতে নির্বাচনী কর্মকর্তারা ভোটারদের বলেন, তারা যেন পছন্দের প্রার্থীর নামের পাশাপাশি বয়সটাও ব্যালট কাগজে লিখে দেন। অথবা ‘বর্তমান সদস্য’ কিংবা ‘নবাগত’ লিখেন। -বিবিসি
×