ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কে এই বিনোদ রাই?

প্রকাশিত: ০৬:০৭, ১ ফেব্রুয়ারি ২০১৭

কে এই বিনোদ রাই?

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের সুপ্রীমকোর্ট এক রায়ে অনুরাগ ঠাকুরকে সরিয়ে দেয়ার পর দেশটিতে আলোচিত ইস্যু ছিল কে হচ্ছেন ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন প্রধান? সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীসহ অনেক বড় নাম উঠে এসেছিল। কিন্তু কোর্ট শেষ পর্যন্ত বিনোদ রাইকে বিশ্বের ক্ষমতাধর ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী প্রধান হিসেবে দায়িত্ব দেয়। প্রশ্ন, কে ৬৮ বছর বয়সী এই ব্যক্তি? এক সময় ছিলেন ভারতের প্রধান হিসাব নিরীক্ষক। পেশাদারী জীবনে সততার কারণে সুখ্যাতি আছে। বিনোদ রাইকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারির মানুষ হিসেবেই চেনে গোটা ভারত। অনেক বড় বড় দুর্নীতি প্রকাশ্যে আনার ব্যাপারে রেখেছিলেন বলিষ্ঠ ভূমিকা। ভারতীয় ক্রিকেট যখন নানা রকম দুর্নীতিতে জড়িয়ে আছে, সে সময় তার ওপর দেয়া হলো বিসিসিআই চালানর ভার। সঙ্গী হিসেবে তিনি পেয়েছেন পরিচ্ছন্ন ইমেজের আরও তিনজনকে। তারা হলেন সাবেক নারী ক্রিকেটার ডায়ানা এডুলজি, ইতিহাসবিদ ও বিশিষ্ট ক্রিকেট লেখক রামচন্দ্র গুহ ও কর্পোরেট জগতের অন্যতম অধিকর্তা বিক্রম লামায়ে। এমনসব ব্যক্তিত্ব বোর্ডে যুক্ত হওয়ায় সাবেক ভারতীয় তারকা ক্রিকেটারসহ বেশিরভাগ মানুষই খুশি। এখন তাদের কার্যক্রম দেখার অপেক্ষা। দ. আফ্রিকা-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে আজ স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকা ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে আজ। তিন টেস্টে ‘হোয়াইটওয়াশ’ হলেও ২-১এ টি২০ সিরিজ জিতে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। যা যে কোন ভার্সনে দক্ষিণ আফ্রিকার মাটিতে অতিথিদের প্রথম সিরিজ জয়। তবে পোর্ট এলিজাবেথে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে ১-০তে পিছিয়ে পড়ে অতিথিরা। আজকের ম্যাচটা তাদের জন্য ঘুরে দাঁড়ানর লড়াই। তবে কাজটা সহজ নয়। কারণ দ্বিতীয় টি২০তে হঠাৎ পড়া চোটে দেশে ফিরে গেছেন নিয়মিত অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ। সহ-অধিনায়ক দীনেশ চান্দিমাল দলে থাকলেও ওয়ানডে সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করবেন উপুল থারাঙ্গা। অনভিজ্ঞ দলে ব্যাটিংয়ের বড় ভরসাও এই দু’জন। টি২০তে ৪৩, ২২ ও ৬৮ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে আলোচনায় তরুণ নিরোশান দিকওয়েলা। যদিও প্রথম ওয়ানডেতে মাত্র ১ রান করে আউট হন তিনি। আছেন কুশল মেন্ডিজ, সেকু¹ে প্রসন্ন ও চতুরঙ্গ ডি সিলভা। বোলিংয়ে অভিজ্ঞ সুরাঙ্গা লাকমল, নুয়ান কুলাসেকারার সঙ্গে বাঁহাতি ইসুরু উদানা ইতোমধ্যে কার্যকারিতা প্রমাণ করেছেন। অন্যদিকে স্বাগতিক প্রোটিয়াদের জন্য বড় খবর অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের ফিরে আসা। ইনজুরির জন্য যিনি দেশের হয়ে বেশ কয়েকটি সিরিজ মিস করেছেন। দল হারলেও শেষ টি২০তে ৫১ বলে ৬৮ রানের দারুণ এক ইনিংস উপহার দিয়েছেন এই তারকা ব্যাটসম্যান। আর জয় পাওয়া প্রথম ওয়ানডেতে করেছিলেন অপরাজিত ৩০। আছেন ডেভিড মিলার, হাসিম আমলা, ফারহান বিহারদিয়েন, জেপি ডুমিনি, কাগিসো রাবাদা, ওয়াইন পারনেল, ক্রিস মরিসের মতো পারফর্মার। প্রথম ওয়ানডেতে মাত্র ১৮১ রানে অলআউট হয় লঙ্কানরা। স্বাগতিকদের হয়ে ৩টি করে উইকেট নেন ওয়েন পারনেল ও ইমরান তাহির। ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ম্যাচসেরা হন তাহির। ৩৭ বছর বয়সী লেগস্পিনারের পারফর্মেন্সে দারুণ খুশি অধিনায়ক। সিরিজে এগিয়ে যেতে এবি আজও তার কাছ থেকে এমনটাই চাইবেন।
×