ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চল ম্যাচ ড্র

প্রকাশিত: ০৬:০৭, ১ ফেব্রুয়ারি ২০১৭

উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চল ম্যাচ ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) প্রথম পর্বের একটি ম্যাচ তিনদিনে শেষ হয়েছে। আরেকটি ম্যাচ মঙ্গলবার চতুর্থদিনে শেষ হয়েছে। তিনদিনে শেষ হওয়া ম্যাচে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের কাছে হেরেছে ওয়ালটন মধ্যাঞ্চল। আর চারদিনে শেষ হওয়া ম্যাচটিতে কেউ হারেনি। বিসিবি উত্তরাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে নাঈম ইসলামের ১৮৫ রানে ৯ উইকেটে ৪৯২ রান করে ইনিংস ঘোষণা করে বিসিবি উত্তরাঞ্চল। এ বিশাল রান গড়ার পর প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ইনিংস দ্রুতই গুটিয়ে দিতে পারলে কিছু একটা হতে পারত। কিন্তু উত্তরাঞ্চলকে ভালই জবাব দিয়েছে দক্ষিণাঞ্চলও। তৃতীয়দিন শেষেই ফজলে রাব্বির অপরাজিত ১২১ রানে ৪ উইকেটে ২৯৪ করেছিল দক্ষিণাঞ্চল। তখনই বোঝা হয়ে গিয়েছিল, ম্যাচটি ড্র হতে চলেছে। চতুর্থদিনে রাব্বি ১৪৭ রান করে আউট হলেও মোসাদ্দেক হোসেন সৈকত আগেরদিনের ৩৪ রানের সঙ্গে আরও ২০ রান যোগ করেন, জিয়াউর রহমান ৫৭ ও আব্দুর রাজ্জাক অপরাজিত ৩৯ রান করেন। তাতেই ম্যাচ নিশ্চিত ড্র’র পথে এগিয়ে যায়। তাইজুল ইসলামের (৫/১৩৬) দুর্দান্ত বোলিংয়ে ৪৪৮ রানে অলআউট হয় দক্ষিণাঞ্চল। ৪৪ রানে প্রথম ইনিংসে পিছিয়েও থাকে দক্ষিণাঞ্চল। কিন্তু হাতে অর্ধেক দিনও থাকেনি। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে যেই ৬৯ রান করে উত্তরাঞ্চল, দিন শেষ হয়। ম্যাচ থেকে ‘হার-জিত’ ফল বের হবে না। এটা বুঝে দুই দলের সমতায় খেলা একঘণ্টা আগেই শেষ করে দেয়া হয়। দুই দল ড্র নিয়ে মাঠ ছাড়ে। উত্তরাঞ্চল প্রথম ইনিংস ৪৯২/৯ ডিক্লে; (নাঈম ১৮৫; রাজ্জাক ৫/১৮৫ ও দ্বিতীয় ইনিংস ৬৯/২; ২৫ ওভার (জহুরুল ২৯, জুনায়েদ ২৯*)। দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস তৃতীয়দিন শেষে ২৯৪/৪; (ফজলে ১২১*, মোসাদ্দেক ৩৪*; তাইজুল ৩/৮১) ও চতুর্থদিন ৪৪৮/১০; ১২৯.২ ওভার (ফজলে ১৪৭, জিয়াউর ৫৭, মোসাদ্দেক ৫৪, রাজ্জাক ৩৯*; তাইজুল ৫/১৩৬)। ফল ॥ ম্যাচ ড্র। ম্যাচসেরা ॥ নাঈম ইসলাম (উত্তরাঞ্চল)। ঢাকা আবাহনীর অনুশীলন শুরু শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ’ ফুটবল আসর। এতে অংশ নেবে ৮ দল (৩টি বাংলাদেশী ও ৫টি বিদেশী ক্লাব)। স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর পাশাপাশি অংশ নেবে দেশের ঐতিহ্যবাহী দুই ক্লাব ঢাকা আবাহনী এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। এ উপলক্ষে ইতোমধ্যেই অনুশীলন ক্যাম্প আরম্ভ করেছে প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী কোচ অমলেশ সেনের অধীনে। এ মৌসুমে লীগের শিরোপা জেতার আগে ফেডারেশন কাপেও চ্যাম্পিয়ন হয় ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’রা। লীগ ও ফেডারেশন কাপের জয়ের নেপথ্য কারিগর ছিলেন জর্জ কোটান। তবে শেখ কামাল ফুটবলে দলের সঙ্গে থাকছেন না এই অস্ট্রিয়ান বর্ষীয়ান কোচ। কারণ চুক্তি শেষ হওয়ার পর আবাহনীর আগ্রহ থাকলেও কোটানই চুক্তি নবায়ন করতে রাজি হননি।
×