ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কানাডীয় ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের

প্রকাশিত: ০৪:০২, ১ ফেব্রুয়ারি ২০১৭

কানাডীয় ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের

কানাডার কুইবেক সিটিতে একটি মসজিদে ঢুকে গুলি করে ছয় মুসলিমকে হত্যায় ফরাসী বংশোদ্ভূত এক কানাডীয় ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে দেশটির পুলিশ। আলেকসন্দ বিশোনেত নামের ওই ছাত্র প্রথম শ্রেণীর ছয়টি খুনের ও পাঁচটি খুনের চেষ্টার অভিযোগের মুখোমুখি হচ্ছেন। খবর বিবিসির। সোমবার ২৭ বছর বয়সী বিশোনেতকে মসজিদে হামলার ঘটনায় কুইবেক সিটি আদালতে হাজির করা হয়। এ সময় তার পরনে ছিল সাদা রঙের কারা পোশাক এবং তার হাতেপায়ে শিকল পরানো ছিল। রবিবার এশার নামাজের সময় কুইবেক ইসলামিক কালচারাল সেন্টারের মসজিদে হামলার ওই ঘটনাটি ঘটে। স্থানীয় সময় রাত ৮টার একটু আগে গুলি বর্ষণের সময় মসজিদে প্রায় ৫০ জন লোক ছিল। এদের মধ্যে ছয়জন নিহত ও ১৯ জন আহত হন। আহত পাঁচজন এখনো হাসপাতালে আছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার পর মরোক্কান বংশোদ্ভূত মোহাম্মদ কাদির নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল, তাকে এখন প্রত্যক্ষদর্শী হিসেবে গণ্য করা হচ্ছে। কুইবেক প্রাদেশিক পুলিশ নিহত ছয়জনের নাম, পরিচয় প্রকাশ করেছে। কৃত্রিম কিডনি কিডনিতে স্টোন? অনিয়ন্ত্রিত জীবনযাপনে কিডনির দফারফা? ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপন ছাড়া উপায় নেই? খরচের ভয়ে পিছিয়ে আসছেন? এবার হাতের কাছেই মুশকিল আসান। কৃত্রিম কিডনি তৈরি করেছেন ভারতের বাঙালী বিজ্ঞানী শুভ রায়। শীঘ্রই বাজারে আসছে এই কৃত্রিম কিডনি। যা স্বাভাবিক কিডনির সব কাজ করতে সক্ষম। -ওয়েবসাইট এলজির পানিরোধী স্মার্টফোন স্মার্টফোনের বাজারে চমক নিয়ে আসছে এলজি। ফোনের ব্যাটারি খোলার অপশনটি বাদ দিয়ে দিচ্ছে তারা। ব্যাটারি ফিক্সড থাকবে। আর ফোন হবে ওয়াটার প্রুফ। ‘জি সিক্স’ নামের এই নতুন ফোনের কারণে এ্যাপল, স্যামসাং ও সনির মতো ব্র্যান্ডের ওপর প্রত্যক্ষ প্রভাব পড়বে। জি সিক্স আসবে গুগল এ্যাসিস্টেন্ট নিয়ে। স্যামসাংয়ের এস এইটের আগেই বাজারে আসবে এলজির এই স্মার্টফোন। -সি নেট
×