ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইরানী নাগরিকদের জন্য ভিসা দ্বিগুণ করবে ফ্রান্স

প্রকাশিত: ০৩:৫৭, ১ ফেব্রুয়ারি ২০১৭

ইরানী নাগরিকদের জন্য ভিসা দ্বিগুণ করবে ফ্রান্স

২০১৭ সালে ইরানী নাগরিকদের জন্য ভিসা দ্বিগুণ করবে ফ্রান্স। তেহরান সফররত ফরাসী পররাষ্ট্রমন্ত্রী জাঁ-মার্ক আইরুলত এ ঘোষণা দিয়েছেন। ইরানসহ সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় দৃশ্যত এ ঘোষণা দিল প্যারিস। খবর এএফপি’র। তেহরানে প্রবাসী ফরাসী নাগরিকদের এক সমাবেশে আইরুলত বলেছেন, শরণার্থীদের প্রবেশ করতে দেয়া একটি দায়িত্ব এবং এখানে সংহতি প্রদর্শনের প্রশ্ন জড়িত। তিনি আরও বলেন, সন্ত্রাসীদের কোন জাতীয়তা নেই এবং বৈষম্যমূলক আচরণ তার কোন জবাব নয়। আইরুলত বলেন, অন্য দেশের নাগরিকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা যুক্তরাষ্ট্রের উচিত নয়। কিন্তু ট্রাম্পের নির্বাহী আদেশে সে আচরণই প্রকাশ পেয়েছে। ফ্রান্সের কূটনৈতিক সূত্র জানিয়েছে, ২০১৬ সালে ফ্রান্স ভ্রমণের জন্য ৪০ হাজার ইরানী নাগরিক ভিসা পেয়েছিলেন। পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ২০১৭ সালে এই ভিসা ৮০ হাজারে গিয়ে পৌঁছাবে। পর্যটক, ছাত্র ও কর্মজীবীদের জন্য এসব ভিসা ইস্যু করা হবে। কলাম্বিয়ায় সুশীল সমাজের ১৭ নেতা খুন কলাম্বিয়ায় গত দুই মাসে সুশীল সমাজের ১৭ নেতা খুন হয়েছেন। দেশটিতে রিভ্যুলিউশনারি আর্মড ফোর্সেস অব কলাম্বিয়া (ফার্ক) বিদ্রোহীদের সঙ্গে শান্তি প্রক্রিয়া নিয়ে উত্তেজনার মধ্যে এ নির্মম হত্যাকা- হয়েছে। খবর এএফপি’র। প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস সতর্কবাণী করেছেন, নতুন সহিংসতা একটি ঐতিহাসিক শান্তি চুক্তির আওতায় বামপন্থী ফার্ক বিদ্রোহীদের ভেঙ্গে দেয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পারে। তিনি ডিসেম্বরে ফার্ক বিদ্রোহীদের সঙ্গে ঐতিহাসিক একটি চুক্তি করেন এবং রক্ষণশীল বিরোধীদের সমালোচনা সত্ত্বেও আইনের মাধ্যমে তা এগিয়ে নেয়ার চেষ্টা করেন।
×