ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘আইএস জঙ্গীরা ওত পেতে থাকা নোংরা ইঁদুর’

প্রকাশিত: ০৩:৫২, ২৯ জানুয়ারি ২০১৭

‘আইএস জঙ্গীরা ওত পেতে থাকা নোংরা ইঁদুর’

ইসলামিক স্টেটকে (আইএস) ‘আত্মগোপন করে ওত পেতে থাকা নোংরা ইঁদুর’ আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেন বলে জানিয়েছে সিবিএস নিউজ। ট্রাম্প বলেন, আমাদের চারপাশেই উর্দিবিহীন শয়তান ওতপেতে আছে। কাজটা আমাদের জন্য খুব কঠিন। কারণ, আমরা যাদের বিরুদ্ধে লড়াই করছি তাদের নিজস্ব কোন রূপ নেই, তারা সবার মাঝে লুকিয়ে আছে। তারা আত্মগোপন করে থাকা, নোংরা ইঁদুর। তারা শপিং মলে এবং গির্জায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে লোকজনকে হত্যা করে। বৃহস্পতিবার রাতে ফক্স নিউজে ট্রাম্পের সাক্ষাৎকারটি প্রচার করা হয়। নির্বাচনী প্রচারের শুরু থেকেই আইএসের বিরুদ্ধে চরম কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলে আসছেন ট্রাম্প। -ইয়াহু নিউজ টুইট কন্যার নতুন বন্ধু... সিরিয়ার আলেপ্পো নগরী থেকে যুদ্ধের প্রতি মুহূর্তের খবর টুইটারে দিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তোলা বানা আলাবেদের নতুন বন্ধু হলেন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী লিন্ডসে লোহান। তার সঙ্গে দেখা হওয়ার এমন একটি ভিডিও শেয়ার করেছেন আলাবেদ। সংক্ষিপ্ত ভিডিওতে আলাবেদ বলেন, সিরিয়া ও আলেপ্পোবাসীকে জানাতে চাই, আমরা আপনাদের সঙ্গে রয়েছি। -বিবিসি ট্রাম্পের ফোন অরক্ষিত! যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরও অরক্ষিত এ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেই যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের আগের দিন সরকারের পক্ষ থেকে তার আগের ব্যবহৃত এ্যান্ড্রয়েড ফোনের পরিবর্তে একটি নতুন নিরাপদ ডিভাইস ব্যবহার করতে বলা হয়। কিন্তু ট্রাম্প টুইট করার জন্য এখনও তার পুরনো ফোনটিই ব্যবহার করছেন। ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ও ছেলে ব্যারন (১০) এখন নিউইয়র্কে রয়েছে। আর তাই এখন ট্রাম্পের সঙ্গী টেলিভিশন আর পুরনো অরক্ষিত এ্যান্ড্রয়েড ফোন। -নিউইয়র্ক টাইমস
×