ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গাজার ৯০ ভাগ পানি পানের উপযোগী নয়

প্রকাশিত: ০৩:৫১, ২৯ জানুয়ারি ২০১৭

গাজার ৯০ ভাগ পানি পানের উপযোগী নয়

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ৯০ ভাগ পানি পান করার উপযোগী নয় বলে জানিয়েছেন এক ফিলিস্তিনি কর্মকর্তা। তিনি বলেছেন, উপত্যকায় বসবাসরত অল্প সংখ্যক মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারছেন। খবর ইয়াহু নিউজের। ফিলিস্তিনের পানি সম্পদ কর্তৃপক্ষের ডেপুটি চেয়ারম্যান রেবহি আশ-শেইখ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, গাজার বেশিরভাগ মানুষ বিশুদ্ধ পানির অভাবে কষ্ট পাচ্ছেন। গাজা উপত্যকায় ২০০৭ সালের জুন থেকে কঠোর অবরোধ আরোপ করে রেখেছে ইসরাইল। এ কারণে, জ্বালানির অভাবে উপত্যকার পানি বিশুদ্ধকরণ যন্ত্রগুলো ঠিকমতো কাজ করছে না। ফলে কর্তৃপক্ষকে পাম্পের সাহায্যে সাগরের পানি উঠিয়ে সরাসরি সরবরাহ করতে হচ্ছে। এই পানি দিয়ে গোসল ও কাপড় ধোয়ার কাজ করা গেলেও রান্না বা খাওয়ার কাজে ব্যবহার করতে পারছেন না উপত্যকাবাসী। যাদের সামর্থ্য আছে তারা দোকান থেকে বোতলজাত পানি কিনে ব্যবহার করছেন। এছাড়া, গাজা উপত্যকায় হাতে গোনা কয়েকটি পানি বিশুদ্ধকরণ যন্ত্র রয়েছে যেখানে সারাদিন শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে থাকেন এক জেরিক্যান সুপেয় পানি পাওয়ার আশায়। ইয়েমেনে দুর্ভিক্ষের আশঙ্কা যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনের খাদ্য সঙ্কট চলতি বছরে দুর্ভিক্ষে রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। ২০ লাখেরও বেশি মানুষের টিকে থাকার জন্য জরুরীভিত্তিতে খাদ্যের প্রয়োজন। খবর বিবিসির। চলতি বছর দেশটিতে অপুষ্টির শিকার শিশুদের সংখ্যা ৬৩ শতাংশে গিয়ে দাঁড়াতে পারে বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্টিফেন ও’ব্রেইন জানিয়েছেন। তিনি বলেন, দেশটিতে বর্তমানে প্রতি ১০ মিনিটে পাঁচবছরের কম বয়সী একটি শিশু প্রতিরোধ করা সম্ভব এমন কারণে মারা যাচ্ছে। তীব্র দারিদ্র্য, যুদ্ধে বিধ্বস্ত এবং সৌদি-নেতৃত্বাধীন বাহিনীর নৌপথে নিষেধাজ্ঞার কারণে দেশটির খাদ্য নিরাপত্তা ধ্বংস হয়ে গেছে। দেশটির ১ কোটি ৪০ লাখ মানুষ বর্তমানে খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছেন। এদের মধ্যে ২২ লাখ শিশুও রয়েছে যারা কঠোর পুষ্টিহীনতায় ভুগছে। এদের মধ্যে ৫ লাখ শিশু ভয়াবহ তীব্র পুষ্টিহীনতায় রয়েছে। ও’ব্রেইন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পশ্চিমা বিশ্বের সমর্থনপুষ্ট সৌদি- নেতৃত্বাধীন জোটের প্রতি নো ফ্লাই জোন তুলে নেয়ার পাশাপাশি দেশটির রাজধানী সানার বিমানবন্দর খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, বিধবা, এতিম, প্রতিবন্ধী এবং বয়োজ্যেষ্ঠরা সরকার থেকে আর কোন মাসিক ভাতা পাচ্ছেন না। ১০ লাখ ২৫ হাজার সরকারী চাকরিজীবী, তারা নিয়মিত বেতন পাচ্ছেন না।
×