ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শীর্ষে ডেভিড ওয়ার্নার

প্রকাশিত: ০৫:৫০, ২৮ জানুয়ারি ২০১৭

শীর্ষে ডেভিড ওয়ার্নার

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ডেভিড ওয়ার্নার। বিশেষ করে পঞ্চাশ ওভারের ক্রিকেটে। যেখানে শেষ ১১ ইনিংসে ৬টি সেঞ্চুরি, তিন ম্যাচ পিছিয়ে ধরলে সংখ্যাটা ৭। টানা দ্বিতীয়বারের মতো ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বর্ষসেরা ‘এ্যালান বোর্ডার মেডেল’ জিতে নিয়েছেন। ৩০ বছর বয়সী তুখোড় উইলোবাজ এবার আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন। পেছনে ফেলেন এবি ডি ভিলিয়ার্স ও বিরাট কোহিলর মতো রাঘব-বোয়ালদের। ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের শেষ দুই ওয়ানডেতেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। খেলেছেন ১৩০ ও ১৭৯ রানের ম্যারাথন ইনিংস। মৌসুমজুড়ে অবিশ্বাস্য ধারাবাহিকতার পুরস্কার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসা। আট বছরের ক্যারিয়ারে এই প্রথম ওয়ানডের ‘এক নম্বরে’ জায়গা করে নিলেন ডেভিড ওয়ার্নার। গুরুত্বপূর্ণ ভারত সফরের আগে যা তাকে আরও বেশি উজ্জীবিত করবে। দুই ধাপ এগিয়ে শীর্ষে উঠে আসা ওয়ার্নারের রেটিং পয়েন্ট ৮৮০। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া এবি ডি ভিলিয়ার্সের পয়েন্ট ৮৬১। যদিও ইনজুরির জন্য প্রোটিয়া তারকা দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। আর ইংল্যান্ড সিরিজেই দুরন্ত ব্যাটিংশৈলী উপহার দিয়ে প্রথমবারের মতো দ্বিতীয় স্থানে উঠে আসা ভারতীয় রান-মেশিন কোহলি তিন নম্বরে নেমে গেছেন। তার পয়েন্ট ৮৫২। একধাপ করে পিছিয়েছেন কুইন্টন ডি’কক (৪) ও কেন উইলিয়ামসন (৫)। শীর্ষ দশে পরের পাঁচটি স্থানে যথাক্রমে জো রুট, হাসিম আমলা, স্টিভেন স্মিথ, মার্টিন গাপটিল ও বাবর আজম। তরুণ পাকিস্তানী ব্যাটসম্যান আজম পাঁচধাপ এগিয়ে এই প্রথম সেরা দশে জায়গা করে নিয়েছেন। বিদায়ী ২০১৬ সাল থেকে পরশু পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ পর্যন্তÑ ২৮ ওয়ানডে খেলছেন অস্ট্রেলিয়ান বাঁহাতি ওপেনার। ২৮ ইনিংসে ৯ সেঞ্চুরি আর ৪ হাফ সেঞ্চুরিতে রান ১৭৫৫। দু’বার নার্ভাস-নাইন্টিজে কাটা না পড়লে সেঞ্চুরি সংখ্যা হতো ১১। সবচেয়ে গুরুত্বপূর্ণ এ সময়ে তিনি রান নিয়েছেন ১০৬.৯৪ স্ট্রাইকরেটে। এমন ঝড়েই ক্যারিয়ারের স্ট্রাইকরেটটাও এখন এক শ’ (৯৬.৮৫) ছোঁয়ার আভাস দিচ্ছে।
×