ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘ঢাকা-দিল্লী সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও সুদৃঢ় হবে, এ বন্ধন চিরন্তন’

প্রকাশিত: ০৭:৪৫, ২৭ জানুয়ারি ২০১৭

‘ঢাকা-দিল্লী সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও সুদৃঢ় হবে, এ বন্ধন চিরন্তন’

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধন চিরন্তন। আগামীতে এই সম্পর্কের বন্ধন আরও গভীর ও দৃঢ় হবে। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সম্পর্ক সেটা অনন্য উদাহরণ হয়ে থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এমন অভিমত ব্যক্ত করেছেন। ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকা ভারতীয় হাইকমিশন এ অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বক্তব্য রাখেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধন চিরন্তন। প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটা উদাহরণ হয়ে থাকবে। হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বহুমুখী সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে কানেক্টিভিটি বাড়ছে। মানুষে মানুষে যোগাযোগ বাড়ছে। আগামীতে দুই দেশের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্ব আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিভিন্ন মিশনের কূটনীতিক, রাজনীতিবিদ, গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী নেতাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন। কূটনীতিকদের মধ্যে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, যুক্তরাজ্যের হাইকমিশনার এ্যালিসন ব্লেক, ইইউ প্রতিনিধি পিয়েরে মায়াদ্যু, ফিলিস্তিনের চার্জ দ্য এ্যাফেয়ার্স ইউসুফ ওয়াই রামাদান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক, ব্যবসায়ী নেতা এ কে আজাদ, সঙ্গীত তারকা কুমার বিশ্বজিৎ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দৈনিক জনকণ্ঠ সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, চ্যানেল আইয়ের এমডি ফরিদুর রেজা সাগর, জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকার ভারতীয় হাইকমিশন নানা কর্মসূচী পালন করে। সকালে বারিধারায় হাইকমিশনের চ্যান্সারি ভবনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন, ভারতের রাষ্ট্রপতির ভাষণ পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর ভাষণ পাঠ করে শোনান হর্ষবর্ধন শ্রিংলা। সকালের অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও।
×