ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সেমির লড়াইয়ে শুক্রবার নাদাল খেলবেন গ্রিগর দিমিত্রোভের বিপক্ষে

অস্ট্রেলিয়ান ওপেনে শেষ চারে নাদাল

প্রকাশিত: ০৬:২৩, ২৬ জানুয়ারি ২০১৭

অস্ট্রেলিয়ান ওপেনে শেষ চারে নাদাল

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে দুর্দান্ত রাফায়েল নাদাল। অসাধারণ পারফর্ম করেই টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নেন তিনি। বুধবার পুরুষ টেনিসের কোয়ার্টার ফাইনালে তৃতীয় বাছাই মিলোস রাওনিককে সরাসরি সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারের টিকেট নিশ্চিত করেন সাবেক নাম্বার ওয়ান। এদিন তিনি ৬-৪, ৭-৬ (৯/৭) এবং ৬-৪ সেটে প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়েই প্রায় আড়াই বছর পর কোন গ্র্যান্ডসøামের সেমিফাইনালের টিকেট কাটেন। টেনিসের জীবন্ত কিংবদন্তি নাদাল। অসাধারণ সব কীর্তি গড়ে নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। কিন্তু সাম্প্রতিক সময়ে একেবারেই নিষ্প্রভ হয়ে পড়েন তিনি। চোট আর ফর্মহীনতার বিপক্ষে দীর্ঘদিন লড়াইয়ের পর অস্ট্রেলিয়ান ওপেনে যেন স্বরূপে ফিরেছেন এই স্প্যানিয়ার্ড। তবে মেলবোর্ন পার্কে শক্তিশালী রাওনিকেরই মুখোমুখি হন ১৪টি গ্র্যান্ডসøামের মালিক নাদাল। কারণ এই টুর্নামেন্টে তিনিই এখন পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের বিচারে সবচেয়ে এগিয়ে ছিলেন। কেননা টুর্নামেন্টের শীর্ষ দুই বাছাই এ্যান্ডি মারে আর নোভাক জোকোভিচ যে বিদায় নেন আরও আগেই। রাওনিক যেখানে তৃতীয় বাছাই সেখানে রাফায়েল নাদাল নবম। ইনজুরি ও ফর্মের কারণে দীর্ঘদিন কোন মেজর শিরোপার দেখা পাননি। যে কারণে অনেকেই ভাবতে শুরু করেছিলেন যে ফুরিয়েই গেছেন নাদাল। কিন্তু বছরের প্রথম এই গ্র্যান্ডসøামে বেশ শক্তিশালী নাদালকেই দেখল টেনিস বিশ্ব। এর আগের ম্যাচগুলোতে লড়াই আরও হাড্ডাহড্ডা হয়েছে। সে তুলনায় রাওনিক তো এদিন স্প্যানিশ টেনিস তারকার কাছে পাত্তাই পাননি। প্রথম সেটটি ৩০ বছর বয়সী নাদাল জিতে নেন ৬-৪ গেমে। দ্বিতীয় সেটটি অবশ্য টাইব্রেকারের মাধ্যমে ৭-৬ গেমে জেতেন তিনি। শেষ সেটটি ৬-৪ গেমে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। অস্ট্রেলিয়ান ওপেনে এ নিয়ে পঞ্চমবারের মতো সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেন নাদাল। আর ২০১৪ সালের পর প্রথম কোন মেজর টুর্নামেন্টের শেষ চারে খেলতে যাচ্ছেন তিনি। সুদীর্ঘ ক্যারিয়ারে ১৪টি গ্র্যান্ডসøাম জিতলেও নাদাল এখন পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন মাত্র একবার। ২০০৯ সালে। সেমিফাইনালে শুক্রবার নাদাল লড়বেন গ্রিগর দিমিত্রোভের বিপক্ষে। বুলগেরিয়ার এই টেনিস তারকা কোয়ার্টার ফাইনালে খুব সহজেই পরাজিত করেন ডেভিড গোফিনকে। টুর্নামেন্টের ১৫তম বাছাই দিমিত্রোভ ৬-৩, ৬-২ ও ৬-৪ গেমে পরাজিত করেন বেলজিয়ামের ডেভিড গোফিনকে। দিমিত্রিভের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে নাদাল অনেক এগিয়ে। তাদের ফলাফল ৭-১। সেমিফাইনালে পৌঁছেছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারও। এর ফলে দীর্ঘদিন পর আবারও নাদাল-ফেদেরারের লড়াই দেখার সম্ভাবনাও তৈরি করেছে মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম।
×