ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৫৪, ২৬ জানুয়ারি ২০১৭

টুকরো খবর

ক্লিনিক ও ডায়াগনস্টিক ধর্মঘট স্থগিত স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ টানা ২৪ ঘণ্টা রোগীদের সীমাহীন দুর্ভোগের পর অবশেষে দাবি মানার আশ^াসে ধর্মঘট স্থগিত করেছে রাজশাহীর বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি। স্বাস্থ্য অধিদফতরের রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক ও সিভিল সার্জনের সঙ্গে বৈঠকের পর বুধবার বিকেল ৩টার দিকে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয়া হয় বলে জানিয়েছেন বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সহসভাপতি ফয়সাল কবীর চৌধুরী। তিনি বলেন, দুপুরে বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নেতৃবৃন্দ প্রথম বৈঠক করে। এরপর স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক ও সিভিল সার্জনের সঙ্গে বৈঠক করা হয়। ওই বৈঠকের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নীতিমালা অনুসরণ করার শর্তে আমাদের দাবি মানার আশ^াস দেন। এর প্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করা হয়েছে বলে জানান ফয়সাল কবীর। প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত আমানা হাসাপাতাল সাড়ে ৩ লাখ, রয়্যাল হাসপাতালের পৌঁনে ৪ লাখ ও ডেলটা ডায়াগনস্টিক সেন্টারের ১ লাখ টাকা জরিমানা করে। এ সময় গ্রেফতার করা হয় আমানা ও রয়্যাল হাসপাতালের ম্যানেজারকে। এর প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৩টার দিকে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয় মালিক সমিতি। যৌন হয়রানি রোধে র‌্যালি স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ নারীর প্রতি সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কক্সবাজারে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রঙিন পৃথিবীর রঙিন আলো সব নারী থাকুক ভাল এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‌্যালিটি বুধবার সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক উপ-সড়ক ঘুরে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। র‌্যালিতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ৩ ডাকাত গ্রেফতার ॥ অস্ত্র উদ্ধার স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বুধবার ভোরে র‌্যাব-১২ বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে। এরা হলো- টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার চরবিহারী গ্রামের নজরুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাতী গ্রামের নুরুল ইসলাম ও পাইকপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক। গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ২টি পাইপগান, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ৪ রাউন্ড পাইপগানের গুলি ও একটি বড় ছুরি ও ৩টি মোবাইলসেট উদ্ধার করেন। ক্যান্সার রোধে র‌্যালি ও কুইজ প্রতিযোগিতা নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২৫ জানুয়ারি ॥ জরায়ুর মুখে ক্যান্সার সম্পর্কে সচেতনামূলক সপ্তাহ উপলক্ষে জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আলোচনা সভা, র‌্যালি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ উপলক্ষে বুধবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস চত্বর হতে এক র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এরপর নাার্সিং ইনস্টিটিউট সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ খুরশিদ আলম। বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুর রহিম, বিশেষ অতিথি সিভিল সার্জন ডাঃ আহসান হাবিব প্রমুখ। সেন্টমার্টিনগামী জাহাজকে জরিমানা স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ অতিরিক্ত যাত্রী বহনের দায়ে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ এলসিটি কাজলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল ৯টায় দমদমিয়া জাহাজ ঘাটে টেকনাফের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ম্যাজিস্ট্রেট তুষার আহমদ জানান, পর্যটকবাহী জাহাজগুলো ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করার অভিযোগ নিত্যদিনের। সংঘর্ষে আহত দুই ছাত্রের মৃত্যু স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ উল্লাপাড়ার খানসোনতলা ও চকপাঙ্গাসী গ্রামে পৃথক সংঘর্ষের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে স্কুলছাত্রসহ দুই জন মারা গেছে। নিহতরা হলো সলপ ইউনিয়নের খানসোনতলা গ্রামের স্কুল ছাত্র আসাদুল হক আকাশ (১৮) ও চক পাঙ্গাসী গ্রামের মকবুল হোসেন। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় পৃথক মামলা হয়েছে। জানা গেছে, খানসোনতলা তফসির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে সোমবার দুপুরে বাগবিত-া ও মারামারির ঘটনা নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত হয়। ওই ঘটনায় আকাশ মধ্যস্থতা করতে গেলে একই গ্রামের বিদায়ী শিক্ষার্থী কোবাদ আলীর সাথে তর্কাতর্কির ঘটনা ঘটে। পরে মঙ্গলবার দুপুরে খানসোনতলা গ্রামের গুলিস্তান মোড়ে আকাশকে একা পেয়ে কোবাদ ও তার বড় ভাই খালেক, বারেক ও কুরান আলীসহ বেশ ক’জন মিলে বেধড়ক পিটিয়ে রাস্তায় ফেলে ইট দিয়ে মাথা থেতলে দেয়। স্থানীয় ও আকাশের স্বজনরা খবর পেয়ে আহত অবস্থায় আকাশকে উদ্ধারের পর উল্লাপাড়া বেঙ্গল হাসপাতাল ও পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে এনায়েতপুর খাজা ইউনুস আলী (রঃ) হাসপাতালেও ভর্তির করা হয়। বুধবার সকালে ঢাকায় স্থানান্তরের পথে টাঙ্গাইলের এলেঙ্গায় সে মারা যায়। অপরদিকে গত ২১ জানুয়ারি উপজেলা চক পাঙ্গাসী গ্রামের জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মকবুল হোসেন বুধবার সকালে মারা যায়। কুনিও হত্যা মামলায় আরও ৫ জনের সাক্ষ্য নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৫ জানুয়ারি ॥ জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলায় চতুর্থ দিনে বুধবার পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করেছেন বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার। এ নিয়ে আদালতে এ মামলায় ১৭ জনের সাক্ষ্য নেয়া হলো। আগামী ২৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মাঝে ৩ দিন বিরতি দিয়ে ৫ দিন আরও চল্লিশ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। বুধবার সাক্ষ্য গ্রহণের সময় মামলার অভিযুক্ত জেএমবির আঞ্চলিক কমান্ডার জঙ্গী সদস্য মাসুদ রানাসহ অপর আসামিদের শনাক্ত করেন সাক্ষী আজিজ। তিনি আদালতে আসামিদের শনাক্ত করে বলেন, আসামিরা ৪ জনই নগরীর তার নুরপুরস্থ বাসায় ভাড়াটে ছিলেন। ব্যবসায়ী পরিচয়ে ভাড়া থাকাকালীন তাদের তিনি একই অটোবাইকে ঘোরাফেরা করতে দেখেছেন। ঘটনার পূর্বে তাদের ব্যবহৃত অটোবাইকের মালিক ছিলেন জসিম উদ্দিন। তিনি আসামিদের কাছে তার অটোবাইকটি বিক্রি করেছিলেন। তারা দিনে ওই অটেবাইক নিয়ে নগরীতে চলাচল এবং ভাড়া বাসায় বসবাস করতেন। জলাবদ্ধতা সৃষ্টি করে মাছ চাষ ॥ মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২৫ জানুযারি ॥ ভালুকা উপজেলার আশকা গ্রামে অবস্থিত টান আইরাফা ও নামা আইরাফা বিলের ২০০ একর বোরো জমিতে জলাবদ্ধতার সৃষ্টি করে এমদাদুল হক নামে স্থানীয় এক প্রভাবশালী জোরপূর্বক মাছ চাষ করছে। এরই প্রতিবাদে বুধবার সকালে স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণি ভালুকা-গফরগাঁও সড়কে ভালুকা উপজেলা পরিষদের সামনে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। কৃষকরা অভিযোগ করেন, উপজেলার খারুয়ালী গ্রামের মদ্দী মড়লের ছেলে মৎস্য ব্যবসায়ী এমদাদুল হক আশকা গ্রামের দুটি বিল ছয় মাসের জন্য ভাড়া নিয়ে চুক্তি ভঙ্গ করে জোরপূর্বক বার্ষিক মাছ চাষ করার চেষ্টা করছে। চলতি বোরো মওসুমে বিলের পানি না ছাড়াতে ধান রোপণ করা সম্ভব হচ্ছে না। এতে প্রায় ২০০ একর জমিতে বোরো চাষে অনিশ্চয়তা দেখা দিয়েছে। হামলায় নারীসহ আহত আট নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ২৫ জানুয়ারি ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারীসহ আট জন আহত হয়েছেন। আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে বরগুনা সদর উপজেলার কালিরতবক গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন কালিরতবক গ্রামের মালেক পহলান, রিপন পহলান, হাদিস পহলান, দুলু বেগম, রানী বেগম, ফরিদা বেগম, মনোয়ারা বেগম এবং সাহনাজ আক্তার। আহতদের মধ্যে দুলু বেগমের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতরা জানান, আদালতের রায় উপেক্ষা করে কালিরতবক গ্রামের আলম পহলান, কিসনুর পহলান ও ফরহাদ পহলান তাদের দলবল নিয়ে জমি দখল করতে গেলে তারা বাধা দেন। এ সময় তারা দিয়ে তাদের বেদম প্রহার করেন। পরে স্থানীয়রা আহতাবস্থায় তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
×