ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংসদে আলোচনা

বাংলাদেশ সবদিক থেকে অগ্রগতির সোপানে এগিয়ে যাচ্ছে

প্রকাশিত: ০৮:১৯, ২৫ জানুয়ারি ২০১৭

বাংলাদেশ সবদিক থেকে অগ্রগতির সোপানে এগিয়ে যাচ্ছে

সংসদ রিপোর্টার ॥ রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা শুরু হয়েছে। আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেছেন, বাংলাদেশ আজ সবদিক থেকে অগ্রগতির সোপানে এগিয়ে যাচ্ছে। দেশের এমন বিস্ময়কর উন্নয়ন অনেকের সহ্য হচ্ছে না। দেশের অগ্রযাত্রার চাকাকে স্তব্ধ করে দিতে নানা ষড়যন্ত্র-চক্রান্ত চলছে। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবেই মোকাবেলা করতে হবে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন চীফ হুইপ আ স ম ফিরোজ। হুইপ মাহবুব আরা বেগম গিনি সেই প্রস্তাব সমর্থন করেন। গত ২২ জানুয়ারি সংসদের চলতি অধিবেশন শুরুর দিনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদে ভাষণ দেন। পরে ডেপুটি স্পীকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সরকারী দলের সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ, এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, সেলিনা বেগম ও স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী। আলোচনা শেষে রাত সোয়া ৯টায় সংসদ অধিবেশন আজ বুধবার বিকেল ৪টা পর্যন্ত মুলতবি করা হয়। অধ্যাপক আলী আশরাফ বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনে গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। এক সময় বাংলাদেশ ছিল খাদ্য ঘাটতির দেশ। এখন খাদ্য শুধু উদ্বৃত্তই নয়, রফতানিও করা হচ্ছে। অন্ধকারাচ্ছন্ন ও অবহেলিত প্রত্যন্ত গ্রামও এখন আলোকিত, সর্বত্র পাকা রাস্তা। উন্নয়নের ছোঁয়ায় সমৃদ্ধ। তিনি বলেন, দেশের প্রতি সামান্যতম মায়া-মমতা নেই বিএনপি নেত্রী খালেদা জিয়ার। বিএনপি-জামায়াত জোটের অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও দেশবিনাশী কর্মকা- মোকাবেলা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। এখনও এই উন্নয়ন-অগ্রগতির চাকা স্তব্ধ করে দিতে নানা ষড়যন্ত্র চলছে। কিন্তু কোন অপশক্তিই দেশের এই অগ্রযাত্রা থামাতে পারবে না। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, স্বাধীনতাবিরোধী ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একসঙ্গে চলতে পারে না। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের অবশ্যই শাস্তির মুখোমুখি করতে হবে। তিনটি বিলের রিপোর্ট উত্থাপন ॥ সংসদ অধিবেশনে পৃথক তিনটি বিল যাচাই-বাছাই শেষে সংসদে প্রতিবেদন জমা দিয়েছে সংসদীয় কমিটি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ ‘বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বিল-২০১৬’, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান ‘বেসামরিক বিমান চলাচল পরিবহন কর্তৃপক্ষ বিল-২০১৬ এবং বস্ত্র ও পার্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী ‘পাট বিল-২০১৬’ পাসের সুপারিশ করে প্রতিবেদন উত্থাপন করেন।
×