ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিরাটের সঙ্গে কাটানো প্রত্যেকটা দিনই শেখার : রসুল

প্রকাশিত: ২০:৪৬, ২৪ জানুয়ারি ২০১৭

বিরাটের সঙ্গে কাটানো প্রত্যেকটা দিনই শেখার :  রসুল

অনলাইন ডেস্ক ॥ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট এবং ওয়ান ডে সিরিজে দু’জন ৬১ উইকেট নিলেও আসন্ন টি-টেয়েন্টি সিরিজে তাঁদের দেখা যাবে না। ভারতের দুই স্পিন তারকা রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাডেজাকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হল। প্রজাতন্ত্র দিবস থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজে এই দু’জনের জায়গায় নির্বাচকরা দলে ডাকলেন অমিত মিশ্র ও পরভেজ রসুলকে। কাশ্মীর থেকে প্রথম টিম ইন্ডিয়ায় খেলা ক্রিকেটার রসুলের অবশ্য এত বড় সুযোগ পেয়েও আফসোস যাচ্ছে না। আফসোস বিশ্বের এক নম্বর অফস্পিনারের সঙ্গে ড্রেসিংরুমে দেখা হবে না এ বার। ‘‘অশ্বিনকে যে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে জানতেই পারিনি। বিসিসিআই থেকে যখন ফোনটা এল তখন তো ভাবলাম অশ্বিনের সঙ্গে প্রথম বার ড্রেসিংরুম ভাগ করার সুযোগ পাব। ওর মতো প্লেয়ারের সঙ্গে সাত দিন থাকতে পারলেও অনেক কিছু শিখতে পারব,’’ রসুল বললেন। তবে অশ্বিন সিরিজে না থাকলেও বিরাট কোহালির সঙ্গে ড্রেসিংরুমে কাটানোটা আলাদা একটা অভিজ্ঞতা হবে বলে মনে করছেন রসুল। ‘‘বিরাট আইপিএলে আমার ক্যাপ্টেন বলে জানি ওর দায়বদ্ধতা কোন পর্যায়ের। কেকেআরের বিরুদ্ধে হাতে সেলাই নিয়ে খেলার ঘটনাটা এখনও আমার মনে আছে। এক বারও সে দিন বুঝতে দেয়নি সেলাই রয়েছে। সে দিন দেখেছিলাম বিশ্বমানের ক্রিকেটার কাকে বলে। বিরাটের সঙ্গে কাটানো প্রত্যেকটা দিনই শেখার,’’ বলেন রসুল। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×