ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কর্ম উদ্দীপনা বাড়াতে

প্রকাশিত: ০৪:০৭, ২৩ জানুয়ারি ২০১৭

কর্ম উদ্দীপনা বাড়াতে

চীনের এক তথ্যপ্রযুক্তি সংস্থা কর্মীদের প্রতিদিন দশ হাজার পা বা আট কিলোমিটার হাঁটতে নির্দেশ দিয়েছে। প্রতিদিন দুই ঘণ্টা হাঁটলেই এই দূরত্ব অতিক্রম করা যাবে। যদি কেউ এ নির্দেশ না মানে তবে ৫০ থেকে এক শ’ পুশ আপ করতে হবে। কর্তৃপক্ষ নতুন কর্মীদের নিয়োগের সময় এ ধরনের চুক্তিও স্বাক্ষর করিয়ে নিয়েছে। সেজন্য সংস্থাটির কর্মীরা এখন থেকে কোন রকম যানবাহন ব্যবহার না করে বরং হেঁটে অফিসে আসেন। এমনকি অফিসে বসে কম্পিউটারে গেম খেলে ও গল্প করে সময় ব্যয় করেন না। তারা হাঁটতে বেরিয়ে পড়েন। -ইন্ডিয়া টাইমস রাহিল শরিফের তথ্য ফাঁস জঙ্গীরা কিভাবে স্যোশাল মিডিয়াকে ব্যবহার করছে তা ফাঁস করলেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান রাহিল শরিফ। তিনি দাবি করেন, সন্ত্রাসবাদীরা ডিজিটাল মিডিয়াকে দারুণভাবে ব্যবহার করছে। একে ব্যবহার করে নিজেদের কাজ করছে। জঙ্গীরা নিজেদের কাজকে এগিয়ে নিয়ে যেতে প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে। আর এক্ষেত্রে তাদের সবচেয়ে বড় হাতিয়ার স্যোশাল মিডিয়া। জঙ্গী নিয়োগ থেকে শুরু করে জরুরী বার্তা পৌঁছে দেয়া, সবই নিখুঁতভাবে করে চলেছে তারা। জঙ্গীবাদের বিরুদ্ধে লড়াই আজকের দিনে বেশ কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে প্রযুক্তির ব্যবহার এত বেড়ে গিয়েছে যে দেশগুলোকে একে অপরের সঙ্গে তথ্য আদান-প্রদান আরও বাড়াতে হবে। -ইন্টানেট হাঁটতে কষ্ট কিম উনের! উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন এতই মোটা হয়েছেন যে তিনি হাঁটতে পারছেন না। পা খুঁড়িয়ে অতিকষ্টে তাকে হাঁটতে হচ্ছে। বাঁ পায়ে সমস্যা থাকায় কিম আগেই খুঁড়িয়ে চলতেন। দুই বছর আগে তার বাঁ পায়ের গোড়ালিতে সিস্ট ধরা পড়ে। তা বাদও দেয়া হয়। এখন আবার খোঁড়াচ্ছেন। তবে, এই খোঁড়ানোর কারণ নাকি ওবেসিটি বা অতিরিক্ত মোটা হয়ে যাওয়া। -ইন্টারন্যশনাল বিজনেস টাইমস পাপুয়া নিউগিনিতে ৮ মাত্রার ভূমিকম্প পাপুয়া নিউগিনিতে রবিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)একথা জানিয়েছে। ভূমিকম্পের পর আশপাশের দেশগুলোতে সুনামিক সতর্কতা জারি করা হয়। ইউএসজিএস জানায়, পাপুয়া নিউগিনির পাঙ্গুনা থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) পশ্চিমে ও ১৫৩ কিলোমিটার গভীরে স্থানীয় সময় সাড়ে ৩টায় ভূমিকম্পটি আঘাত হানে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র সতর্ক করে জানিয়েছে, পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়া, নাউরু, ভানুয়াতু, সলোমন দ্বীপপুঞ্জ ও অন্যান্য দেশের উপকূলীয় এলাকাগুলোতে আগামী তিন ঘন্টার মধ্যে বড় ঢেউ আছড়ে পড়তে পারে। তবে এর এক ঘণ্টা পর এই সতর্কতা প্রত্যাহার করা হয়। -এএফপি
×