ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের অভিষেকে উপস্থিতি কম দেখিয়েছে গণমাধ্যম

প্রকাশিত: ০৪:০৭, ২৩ জানুয়ারি ২০১৭

ট্রাম্পের অভিষেকে উপস্থিতি কম দেখিয়েছে গণমাধ্যম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের সময় লোকজনের উপস্থিতি আসলে ছিল গণমাধ্যমের ছবিতে তার চেয়ে কমিয়ে দেখানো হয়েছে বলে অভিযোগ করেছে হোয়াইট হাউস। শনিবারের এ অভিযোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ও তার সংবাদ কভার করা সংবাদ সংস্থাগুলোর মধ্যে নতুন করে খোঁচাখুঁচি শুরু হলো বলে বার্তাসংস্থার এক প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে। খবর ওয়েবসাইটের। শনিবার রাতে অস্বাভাবিক এক আক্রমণাত্মক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার শুক্রবারের অভিষেক অনুষ্ঠান চলাকালে ট্যুইটারে দেয়া ওয়াশিংটনের ন্যাশনাল মল এলাকার বিশাল জায়গা খালি দেখানো ছবিগুলোর তীব্র সমালোচনা করেন। সংক্ষিপ্ত এক বিবৃতিতে তিনি বলেন, কয়েক যুগের মধ্যে কোন অভিষেকে এবারই সবচেয়ে বড় দর্শক সমাগম হয়েছে। এখানে এবং বিশ্বের সব জায়গায় তা হয়েছে। অভিষেকের এই উদ্দীপনাকে খাটো করে দেখানোর উদ্যোগ ভুল এবং লজ্জাজনক। ওয়াশিংটন নগর কর্তৃপক্ষের হিসাবে ২০০৯ সালে প্রেসিডেন্ট বারাক ওবামার অভিষেকের সময় ১৮ লাখ মানুষ উপস্থিত হয়েছিলেন, যা ওয়াশিংটনের ন্যাশনাল মলে এ যাবত সবচেয়ে বড় জমায়েত। ওপর থেকে নেয়া ছবিতে দেখা গেছে, ট্রাম্পের অভিষেকের সময় ২০০৯ সালের তুলনায় জনসমাগম অনেক কম হয়েছে। ট্রাম্পের শপথের সময় সাত লাখ ২০ হাজার লোক ধারণক্ষমতার ন্যাশনাল মল পরিপূর্ণ ছিল বলে দাবি করেছেন স্পাইসার, তবে সাংবাদিকদের কোন প্রশ্ন করার সুযোগ দেননি তিনি। ন্যাশনাল পার্ক সার্ভিস জনসমাগমের সরকারী হিসাব প্রকাশ করেনি বলে জানান তিনি। তিনি বলেন, সঠিক সংখ্যা কারো জানা নেই। এর আগে ভার্জিনিয়ার ল্যাঙলিতে সিআইএর সদর দফতর পরিদর্শনে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পও গণমাধ্যমের বিরুদ্ধে একই অভিযোগ করেন বলে জানিয়েছে বিবিসি। তিনি বলেন, গণমাধ্যম অসৎ প্রতিবেদনের মাধ্যমে তার অভিষেক অনুষ্ঠানে উপস্থিত জনতার আকার কম দেখিয়েছে। ট্রাম্প তাঁর ও মার্কিন গোয়েন্দা সংস্থার মধ্যে দ্বন্দ্ব থাকার বিষয়টি মিডিয়ার আবিষ্কার বলে উড়িয়ে দেন। তিনি সাংবাদিকদের পৃথিবীর সবচেয়ে অসৎ মানুষ বলে বিষোদ্গার করেন। যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে তার ভাষণের সময় মানুষের উপস্থিতি ওয়াশিংটন মনুমেন্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিল বলে দাবি করেছেন তিনি। শনিবার যুক্তরাষ্ট্রজুড়ে নারীরা ট্রাম্পবিরোধী যে বিক্ষোভ করেছে তারও তীব্র সমালোচনা করেছেন স্পাইসার।
×