ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্প টিমকে বিকল্প উপায়গুলো জানাবে মার্কিন সেনাবাহিনী

আইএস বিরোধী যুদ্ধের ছক তৈরি

প্রকাশিত: ০৬:২০, ২০ জানুয়ারি ২০১৭

আইএস বিরোধী যুদ্ধের ছক তৈরি

উপ-প্রতিরক্ষামন্ত্রী বব ওয়ার্কও ধারাবাহিকতা বজায় রাখতে তার পদে থেকে যাবেন। সামরিক ও অন্তর্বর্তী টিম কর্মকর্তারা একথা বলেন। জেনারেল ডানফোর্ড বলেন, প্রশাসনের প্রথম দিনগুলোতে যে সব ঘটনা ঘটে সেদিকে দৃষ্টি রাখুন। ইরাকে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ৬ হাজার সৈন্য রয়েছে। আইএসের সর্বশেষ বড় ঘাঁটি সিরীয় শহর রাক্কা দখলের অভিযানে লিপ্ত কুর্দি ও সিরীয় আরব যোদ্ধাদের সঙ্গে রয়েছে আরও ৫০০ মার্কিন সৈন্য। ট্রাম্প আইএস বিরোধী লড়াইকে এক বিপর্যয় বলে বর্ণনা করেন। কয়েক মাস ধরেই তিনি ইরাক ও সিরিয়ায় আইএসকে পরাজিত করতে ত্বরিত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন। আমেরিকার শীর্ষ সামরিক কর্মকর্তা মেরিন জেনারেল জোসেফ ডানফোর্ড বলেছেন, সেনাবাহিনী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই চালানোর বিকল্প উপায়গুলো নতুন প্রশাসনের কাছে উপস্থাপন করতে প্রস্তুত। খবর ওয়াল স্ট্রিট জার্নাল ও ফরেন পলিসি অনলাইনের। ডুয়েন্ট চীফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডানফোর্ড বুধবার বলেন, তিনি আগামী ট্রাম্প প্রশাসনের মনোনীত প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের কাছে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযান ত্বরান্বিত করার বিকল্প উপায়গুলো তুলে ধরবেন। তিনি ব্রাসেলসে সাংবাদিকদের বলেন, আমার কাজ হলো ঐসব উপায় উপস্থাপন করা, যাতে পরবর্তী নেতৃত্ব সেগুলোর সঙ্গে জড়িত ঝুঁকি ও সুযোগ বাছাই ও চিহ্নিত করতে পারে। আগামী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোপূর্বে বলেন, আইএসের বিরুদ্ধে লড়াই তীব্র করা তার অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়। তিনি বলেন, তিনি ৩০ দিনের মধ্যে সামরিক অভিযান জোরদার করার এক পরিকল্পনা চান। পেন্টাগন কর্মকর্তারা বলছেন, কয়েক সপ্তাহ আগেই ঐসব বিকল্প উপায় লিপিবদ্ধ করা হয়েছিল এবং সেগুলোর মধ্যে এমন কোন কোনটি রয়েছে, যা প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পেশ করার পর তিনি প্রত্যাখ্যান করেছিলেন। জেনারেল ডানফোর্ড জানান, তিনি গত সপ্তাহে নবনির্বাচিত প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট মাইকপেন্স ও নতুন জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে দেখা করেন। তিনি জানান, সেনাবাহিনী ইসলামিক স্টেট, নুসরা ফ্রন্ট, আল কায়েদা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের প্রতি হুমকির সৃষ্টি করছে সিরিয়ার এমন অন্যান্য চরমপন্থী দলকে দমন করতে অসাধারণ দৃষ্টি দিয়েছে। তিনি বলেন, ইরাকের সরকারী বাহিনীর হাতে মসুলের পতনের পর সিরিয়া যাতে ইরাকে হামলা চালাতে ইসলামিক স্টেটের জন্য এক নিরাপদ আস্তানায় পরিণত না হয় তা নিশ্চিত করাই হবে নতুন প্রশাসনের জন্য চ্যালেঞ্জ। তিনি বলেন, ইসলামিক স্টেট জঙ্গীরা যাতে তাদের অবস্থান জোরদার করতে ইরাক ও সিরিয়ার মধ্যে চলাচল না করতে পারে, সেই দিকে অগ্রাধিকারের ভিত্তিতে দৃষ্টি দিতে হবে। সামরিক কর্মকর্তারা জানান, কৌশল নির্ধারণী ক্ষমতা হোয়াইট হাউস থেকে সেনাবাহিনীর হাতে ফিরিয়ে দেয়া এবং সুনির্দিষ্ট মিশনে ব্যবহৃত সৈন্যদের সংখ্যার ওপর আরোপিত বাধা নিষেধ শিথিল করার প্রস্তাবগুলো পেন্টাগন কয়েক সপ্তাহ ধরে তৈরি করছে। সেনা কর্মকর্তারা সোমবার বলেন, ঐসব বিকল্প উপায়ের মধ্যে সিরিয়া বা ইরাকে বড় আকারের মার্কিন স্থলবাহিনী মোতায়েনের প্রস্তাব অন্তর্ভুক্ত থাকবে না। জেনারেল ডানফোর্ড তার সুনির্দিষ্ট সুপারিশগুলো নিয়ে কথা বলতে অসম্মত হন। জেনারেল ডানফোর্ড বলেন, যা আসলেই গুরুত্বপূর্ণ তা হলো আমরা আজ কি করছি, আমরা কেন তা করছি এবং অন্য কি কি করা যেত এবং কেন আজও তা আমরা করিনি সেই বিষয়ে আমাদের কথা বলছে। জেনারেল ডানফোর্ড ন্যাটো সেনা প্রধানদের সঙ্গে বৈঠকের জন্য চলতি সপ্তাহে ব্রাসেলসে ছিলেন। সোমবার তিনি প্যারিসে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে জড়িত সামরিক কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। জেনারেল ডানফোর্ড বলেন, সামরিক নেতারা সন্ত্রাসী দল ও বিদেশী যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে গোয়েন্দা তথ্য বিনিময় ব্যবস্থা উন্নত করতে চান। তিনি বলেন, আমরা যে বড় কাজটি চাই তা হলো যথাসম্ভব ব্যাপক এক তথ্য ও গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তোলা। জয়েন্ট চীফস অব স্টাফের চেয়ারম্যান ও সর্বোচ্চ সামরিক কর্মকর্তা হিসেবে জেনারেল ডানফোর্ডই কয়েক সিনিয়র কর্মকর্তার অন্যতম, যারা ট্রাম্পের শুক্রবার শপথ নেয়ার পর স্বপদে বহাল থাকবেন।
×