ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ড পরাজিত ১৫ রানে

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ জিতে সিরিজ ভারতের

প্রকাশিত: ০৫:৩০, ২০ জানুয়ারি ২০১৭

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ জিতে সিরিজ ভারতের

স্পোর্টস রিপোর্টার ॥ কটকে সিরিজ পরাজয় এড়ানোর লড়াই ছিল সফরকারী ইংল্যান্ডের। কিন্তু ৭ উইকেটে ৩৮১ রানের পাহাড় গড়েছিল ভারত। যুবরাজ সিং ও মহেন্দ্র সিং ধোনির জোড়া শতকে এ বিশাল সংগ্রহ পায় তারা। জবাবে অধিনায়ক ইয়ন মরগানের বিধ্বংসী সেঞ্চুরিতে দারুণ লড়াই করে ইংল্যান্ড। কিন্তু ৮ উইকেটে ৩৬৬ রান করতে সক্ষম হয় ইংলিশরা। ১৫ রানের জয় তুলে নেয় বিরাট কোহলির দল। এর ফলে তিন ম্যাচের সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত। টস জিতে আগে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ইংল্যান্ড। কিন্তু শুরুতেই তাদের বিপর্যস্ত করে দেয় ক্রিস ওকসের গতিময় বোলিং। দলীয় ২৫ রানের মধ্যেই সাজঘরে ফেরেন লোকেশ রাহুল (৫), কোহলি (৮) ও শিখর ধাওয়ান (১১)। পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায় যুবরাজ ও ধোনির দুর্দান্ত ব্যাটিংয়ে। দেখেশুনে খেলে দলকে ভাল অবস্থানে নিয়ে যান তারা। চতুর্থ উইকেটে যোগ করেন ২৫৬ রান। এটি ওয়ানডে ক্রিকেটে চতুর্থ উইকেটে দ্বিতীয় সেরা জুটির রেকর্ড। এর আগে জিম্বাবুইয়ের বিরুদ্ধে ভারতেরই মোহাম্মদ আজহারউদ্দিন ও অজয় জাদেজা ২৭৫ রানের অবিচ্ছিন্ন যে জুটি গড়েছিলেন সেটাই রেকর্ড। উভয়েই সেঞ্চুরি আদায় করে নেন। যুবরাজ ক্যারিয়ারের ১৪তম আর ধোনি দশম সেঞ্চুরি হাঁকান। ২০১১ সালের পর এই প্রথম সেঞ্চুরির দেখা পেলেন যুবরাজ। তিনি ক্যারিয়ারসেরা ১৫০ রান করে সাজঘরে ফেরেন ১২৭ বলে ২১ চার ও ৩ ছক্কায়। ধোনি তিনি শতক পাওয়ার পর তা-ব চালান। ১২২ বলে ১০ চার ও ৬ ছক্কায় ১৩৪ রান করার পর আউট হয়ে গেলেও ততক্ষণে সংগ্রহটা বিশাল হয়ে গেছে ভারতের। ৭ উইকেটে ৩৮১ রান তোলে তারা। ওকস ৪ উইকেট নেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে কোন দলের এটি তৃতীয় সর্বোচ্চ দলীয় রান। ইংল্যান্ডের শুরুটা অবশ্য ভাল হয়নি, এ্যালেক্স হেলস (১৪) ফিরে যান দলীয় ২৮ রানে। এরপর ১০০ রানের জুটি গড়ে ইংলিশদের সঠিক পথেই রাখেন জেসন রয় ও জো রুট। ক্যারিয়ারের ১৯৩ অর্ধশতক হাঁকিয়ে রুট ৫৫ বলে ৮ চারে ৫৪ রান করে বিদায় নেন। দারুণ খেলতে থাকা জেসন ৭৩ বলে ৯ চার ও ২ ছক্কায় ৮২ রান করে ফিরে যান। তাঁকে বেশ ভালই সঙ্গ দিচ্ছিলেন অধিনায়ক ইয়ন মরগান। রবিচন্দ্রন অশ্বিনের স্পিনে বাকিরা ব্যর্থ হলেও মঈন আলী দারুণ এক অর্ধশতক হাঁকান। তিনিও ৪৩ বলে ৬ চারে ৫৫ রান করার পর বোল্ড হয়ে সাজঘরে ফিরলে মরগান একক লড়াই চালিয়েছেন। বিধ্বংসী এক ইনিংস উপহার দেন তিনি। ক্যারিয়ারের নবম সেঞ্চুরি হাঁকিয়ে ৮১ বলে ৬ চার ও ৫ ছক্কায় ১০২ করে রানআউট হয়ে যান মরগান। এরপরই লড়াই শেষ হয়ে যায়। ৮ উইকেটে ৩৬৬ রান তুলতে সক্ষম হয় ইংলিশরা। স্কোর ॥ ভারত ইনিংস- ৩৮১/৭; ৫০ ওভার, ইংল্যান্ড ইনিংস- ৩৬৬/৮; ৫০ ওভার।
×