ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৩:৫৯, ১৯ জানুয়ারি ২০১৭

অ ন্য র ক ম

হনুমানের শোক প্রকাশ! রাজনৈতিক বা বিভিন্ন ইস্যুতে অবরোধ দেখে অভ্যস্ত ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়ার মানুষ। মঙ্গলবার দুপুরে এক নিঃশব্দ অবরোধের সম্মুখীন হলো চুঁচুড়া। নেই কোন সেøাগান, কোন কোলাহলের শব্দ। অথচ অবরোধের জেরে প্রায় ঘণ্টা দু’য়েক থমকে গেল সবচেয়ে কর্মব্যস্ত জেলা আদালত পুলিশ লাইন জেলা পরিষদ সংলগ্ন অঞ্চল। ওইদিন একটানা দু’ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে একদল হনুমান। চুঁচুড়া আদালতের সামনে বিদ্যুতের তারে পিষ্ট হয়ে মৃত্যু হয় এক বানর শাবকের। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় অন্য হনুমানদের মধ্যে। এজন্য প্রত্যক্ষভাবে কেউ দায়ী না হওয়ায় কাউকে আক্রমণ করেনি হনুমানদের দল। -ওয়েবসাইট স্মার্ট ফোনে ভাসা যাবে মহাশূন্যে নাসা এবার এনেছে একটি নতুন গেমিং এ্যাপ। যাতে আপনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভাসবার সুখ পাবেন ঘরে বসে। শুধু তাই নয়, প্রতিপালন করতে পারেন গাছ। মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ বিজ্ঞান কেন্দ্র নাসা বা ন্যাশনাল এরোনটিকস এ্যান্ড স্পেস এ্যাডমিনিস্ট্রেশন। এই গেমে খেলোয়াড়দের মাথায় রাখতে হবে কিভাবে ‘আইএসএস মাইক্রো গ্র্যাভিটি এনভায়রনমেন্ট’ বা ‘জিরো জি’ কাজ করে। এখানেই শেষ নয়, গেম ব্যবহারকারীরা স্পেস স্টেশনের নভোচারীদের সঙ্গেও কথা বলতে পারবেন সারসরি। -ওয়েবসাইট
×