ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ম্যানসিটিকে গোলের মালা এভারটনের

প্রকাশিত: ০৬:২৬, ১৭ জানুয়ারি ২০১৭

ম্যানসিটিকে গোলের মালা এভারটনের

স্পোর্টস রিপোর্টার ॥ বার্সিলোনা ও বেয়ার্ন মিউনিখে স্বর্ণালি সময় কাটিয়েছেন কোচ পেপ গার্ডিওলা। স্প্যানিশ এ কোচের হাত ধরে তাক লাগানো সাফল্য পেয়েছে দল দু’টি। চলমান মৌসুমে তারকা এই কোচ ডাগ আউটে আছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির। কিন্তু ইপিএলে এসে যেন নিজেকে হারিয়ে ফেলেছেন গার্ডিওলা! মৌসুমের শুরুটা দুর্দান্ত করলেও ক্রমশ ফিকে হচ্ছে গার্ডিওলার সিটি। যার আরেকটি নমুনা দেখা গেল রবিবার রাতে। ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে এভারটনের কাছে ৪-০ গোলে হেরে বিধ্বস্ত হয়েছে ম্যানসিটি। বিজয়ী দলের হয়ে গোল করেন রোমেলু লুকাকু, কেভিন মিরালেস, টম ডেভিস ও অ্যাডেমোলা লুকমান। সবশেষ আট ম্যাচে সিটির এটি চতুর্থ পরাজয়। আর লীগের শেষ তিন রাউন্ডে দ্বিতীয়বার হার। এমন হতাশাজনক পারফরমেন্সের পর শিরোপাস্বপ্নও ফিকে হয়ে গেছে সিটির। এরপরও হতাশ হচ্ছেন না গার্ডিওলা। তিনি জানিয়েছেন, বাকি ম্যাচগুলোতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে তার দল। একই দিন আরেক হাইভোল্টেজ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। ওল্ডট্রাফোর্ডে দুই শিরোপা প্রত্যাশী দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ২১ রাউন্ডের ম্যাচ শেষে শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে গেছে চেলসি। সর্বোচ্চ ৫২ পয়েন্ট ভা-ারে দ্য ব্লুজদের। ৪৫ পয়েন্ট করে নিয়ে গোলগড়ে যথাক্রমে দুই ও তিনে টটেনহ্যাম হটস্পার ও লিভারপুল। ৪৪ পয়েন্ট নিয়ে আর্সেনাল চারে। ৪২ ও ৪০ পয়েন্ট করে নিয়ে যথাক্রম পাঁচ ও ছয় নম্বরে ম্যানসিটি ও ম্যানইউ। গুডিসন পার্কে দারুণ এক পাল্টা আক্রমণে এগিয়ে যায় স্বাগতিক এভারটন। মাঝমাঠের কাছ থেকে মিডফিল্ডার ডেভিসের কাছ থেকে ডি বক্সে বল পেয়ে মিরালেস বাড়ান স্বদেশি লুকাকুকে। জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড। এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় এভারটন। বিরতির পর ৪৭ মিনিটে ডি বক্সের বাইরে সিটির জন স্টোনস বল বিপন্মুক্ত করতে ব্যর্থ হলে পেয়ে যান রস বার্কলি। তার পাস ধরে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন বেলজিয়ামের মিডফিল্ডার মিরালেস। ৭৯ মিনিটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ইংলিশ মিডফিল্ডার ডেভিসের গোলে সিটির হার নিশ্চিত হয়ে যায়। যোগ করা সময়ে (৯৪ মিনিট) দলের বদলি নামা ইংলিশ ফরোয়ার্ড লুকমানের গোলে বড় জয় নিশ্চিত হয় এভারটনের। আট বছরের কোচিং ক্যারিয়ারে এমন স্কোরলাইন অনেকবারই দেখেছেন কোচ গার্ডিওলা। তবে সেটা নিজ দলের হয়ে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে। কিন্তু এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা এবার সইতে হয়েছে গার্ডিওলাকেই। কোচিং ক্যারিয়ারে কোন লীগ ম্যাচে এত বড় হার আর কখনও সইতে হয়নি তাকে। ক্যারিয়ারের সবচেয়ে বড় হারের পর এক প্রশ্নের জবাবে গার্ডিওলা বলেন, হ্যা, এটা ঠিক যে এমন হার আমার আর হয়নি। তবে এটা নিয়ে ভাবার কিছু নেই। এখন আমরা শীর্ষে থাকা দলের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে। এটাই ভাববার। কিভাবে এখান থেকে বের হয়ে আসা যায় সেটাই করণীয় আমাদের। ইপিএল যে কঠিন জায়গা সেটা বোধহয় মেনেই নিয়েছেন গার্ডিওলা। তার এ কথাতে সেটা স্পষ্ট। সাবেক বার্সা বস বলেন, আমি আট বছরের কোচিং ক্যারিয়ারে সাতটি ট্রফি জিতেছি। কিন্তু এখানকার মতো অবস্থা হয়নি, এটা সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি। এটা মোটেও ভাল নয়, তর্ক করার মতো অবস্থাও নয়। তবে গার্ডিওলা যে হতাশ নন সেটা স্পষ্ট পরের কথাতে। বলেন, আমি খুব খুশি ম্যানচেস্টার সিটিতে। অবশ্যই আমি জয় প্রত্যাশা করি, কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। আমি খুশি এখানে, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে দলের সেরাটা বের করে আনার। দারুণ ছন্দে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ঘরের মাঠে লিভারপুলের কাছে হারতে বসেছিল। তবে ম্যাচের শেষ দিকে জ¬াতান ইব্রাহিমোভিচের গোলে হার এড়িয়েছে ইপিএলের সেরা সাফল্যের দলটি। লীগে টানা ছয় ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নয় ম্যাচ জেতার পর পয়েন্ট হারিয়েছে রেড ডেভিলসরা। ওল্ডট্রাফোর্ডে ম্যাচের ২৭ মিনিটে পিছিয়ে পড়ে স্বাগতিক ম্যানইউ। ডি বক্সে ফরাসী তারকা পল পোগবার হাতে বল লাগলে পেনাল্টি পায় লিভারপুল। স্পট কিক থেকে দ্য রেডসদের এগিয়ে নেন মিলনার। এই গোলেই হারের শঙ্কা জাগে ইউনাইটেড শিবিরে। কিন্তু ৮৪ মিনিটে ইব্রাহিমোভিচের গোলে হার এড়ায় ম্যানইউ। বাম প্রান্ত থেকে অধিনায়ক ওয়েন রুনির ক্রসে মারোয়ানি ফেলাইনির হেড গোললাইন থেকে প্রতিহত হয়। কিন্তু ফিরতি বল চলে আসে ইব্রার কাছে। ফের হেড করেই বল জালে জড়ান সুইডিশ সুপারস্টার।
×