ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর ফ্লাইট ঢাকায় পৌনে এক ঘণ্টা বিলম্বিত

প্রকাশিত: ০৫:৫৪, ১৭ জানুয়ারি ২০১৭

প্রধানমন্ত্রীর ফ্লাইট ঢাকায় পৌনে এক ঘণ্টা বিলম্বিত

স্টাফ রিপোর্টার ॥ সুইজারল্যান্ড যাওয়ার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইটে প্রায় পৌনে এক ঘণ্টা বিলম্ব ঘটেছে। এজন্য তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতিহাদের ফ্লাইটের ভেতর বসে থাকতে হয়েছে। তাঁকে ওই ফ্লাইটে ২৩ মিনিট বসিয়ে রেখে জ্বালানি তেল সংগ্রহ ও পরীক্ষা করা হয়। এ ঘটনায় বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বিস্ময় প্রকাশ করে বলেছেন, নিরাপত্তা ঝুঁকির শীর্ষে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফ্লাইটের ভেতরে রেখে জ্বালানি তেল সংগ্রহ বা পরীক্ষা করাটা অনাকাক্সিক্ষত। এ কাজটা তারা আগেই করতে পারত। এতে ভিভিআইপি হিসেবে তাঁর মর্যাদারও হানি ঘটেছে। এমনটি যদি বিমানের ফ্লাইটে ঘটত তাহলে এতক্ষণে হৈচৈ পড়ে যেত। বিমান জানিয়েছে, রবিবার রাত পৌনে দশটায় ইতিহাদের ফ্লাইট ধরার জন্য প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা যথাসময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। তারপর তাঁকে জানানো হয়, ওই ফ্লাইট বিলম্ব হবে। রাত দশটা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর ৩০ সফরসঙ্গীকে নিয়ে যাওয়া হয় ইতিহাদের ফ্লাইটে। তার আগে ওই ফ্লাইটে উঠানো হয় ৩২৬ জন সাধারণ যাত্রী। রাত ১০টা ২৮ মিনিটে ওই ফ্লাইট পুশ ব্যাক করা হয়। ওই ফ্লাইট ঢাকা ছাড়ার সিডিউল সময় ছিল রাত ৯টা ৪৫ মিনিট। এভিয়েশনের বিশেষজ্ঞদের মতে, যাত্রী সাধারণকে ফ্লাইটের ভেতর রেখে জ্বালানি তেল ভরা ও টেস্ট করায় নিরাপত্তা ঝুঁকি থাকে। আর প্রধানমন্ত্রীকে অন বোর্ড রেখে রিফুয়েলিং বা ফুয়েল টেস্ট করা সমীচীন হয়নি। এ সম্পর্কে বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এয়ার কমোডর জাকিউল ইসলাম বলেছেন, ফ্লাইটের ভেতরে যাত্রী রেখে রিফুয়েলিং করাটা উচিত নয়। এতে কিছুটা নিরাপত্তা ঝুঁকি থাকেই। তবে দেখতে হবে এ ক্ষেত্রে নিরাপত্তার প্রয়োজনীয় সব শর্ত পূরণ করা হয়েছে কি না। জানতে চাইলে ইতিহাদ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার হানিফ জাকারিয়া জনকণ্ঠকে বলেছেন, আমি নিজে বিমানবন্দরে উপস্থিত ছিলাম। আসলে ওই ফ্লাইটে তেমন বিলম্ব হয়নি, এই মিনিট দশেক। বিকজ- ফ্লাইট ওয়াজ লেট এ্যারাইভাল। ভিভিআইপি ফ্লাইটের ফুয়েল টেস্ট করার জন্য কিছুটা সময় লেগেছে। প্রধানমন্ত্রীকে অন বোর্ড রেখে রিফুয়েলিং করাটা ঠিক হয়েছে কি না জানতে চাইলে হানিফ জাকারিয়া বলেন, এটা টেকনিক্যাল এক্সপার্টদের সাবজেক্ট। আমি মন্তব্য করতে চাই না। এ বিষয়ে বিমান সিবিএ নেতা মশিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী বিমানের পরিবর্তে ইতিহাদে চড়েছেন, এটাই আমাদের কাছে দুর্ভাগ্যজনক। তারপর উনাকে অন বোর্ড রেখে রিকুয়েলিং করাটা ছিল উদ্বেগজনক। সিভিল এভিয়েশনের রুলস অনুযায়ী কোন উড়োজাহাজের ভেতরে যাত্রী রেখে তাতে জ্বালানি তেল সংগ্রহ করাটা অনুমোদন করে না। দুনিয়াজুড়ে এ নিয়ম মেনে চলা হয়। ইতিহাদ তা অমান্য করেছে।
×