ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আশা ছাড়েননি তাসকিন

প্রকাশিত: ০৬:০৫, ১৬ জানুয়ারি ২০১৭

আশা ছাড়েননি তাসকিন

স্পোর্টস রিপোর্টার ॥ চতুর্থদিনে বদলে গেছে দৃশ্যপট। যদিও ৫৬ রানে পিছিয়ে থেকেই নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়েছে। তবু দ্বিতীয় ইনিংসে ৬৬ রান করতেই ৩ উইকেট হারিয়ে উল্টো চাপের মধ্যে আছে সফরকারী বাংলাদেশ দল। লিড মাত্র ১২২ রানের, কিন্তু আজ পঞ্চম ও শেষদিনে বড় পরীক্ষা বাংলাদেশের। ওপেনার ইমরুল কায়েস আহত, ব্যাটিং স্তম্ভ অধিনায়ক মুশফিকুর রহীমকে ব্যথা নিয়েও ব্যাট করতে হবে। তাই ওয়েলিংটন টেস্টে উল্টো চাপেই আছে বাংলাদেশÑ শঙ্কা দেখা দিয়েছে অভাবনীয় পরাজয়েরও। কিন্তু টেস্ট অভিষেক হওয়া তরুণ পেসার তাসকিন আহমেদ ব্যাটসম্যানরা ভাল কিছু করবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি স্বীকার করেছেন কঠিন পরিস্থিতিতে আছে বাংলাদেশ। কিন্তু আশা ছাড়েননি দারুণ কিছু হওয়ার। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ৫৩৯ রানে শেষ হওয়ার পর তামিম ইকবালের সঙ্গে ৪৬ রান পর্যন্ত অবিচ্ছিন্ন থেকেছেন বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে। কিন্তু ইমরুল বাম কোমরের ব্যথায় মাঠ ত্যাগের পর দিনের শেষভাগে ৩ উইকেট হারিয়ে বিপর্যস্ত বাংলাদেশ। এ বিষয়ে তাসকিন বলেন, ‘পরিস্থিতিটা আমাদের জন্য খুবই কঠিন। কারণ দিনের শেষ মুহূর্তে আমরা কয়েকটি উইকেট হারিয়েছি। তবে আমরা আশা ছেড়ে দেইনি। আগামীকাল (আজ) নতুন একটা দিন হবে। আশা করছি আমাদের ব্যাটসম্যানরা ভাল কিছু করবেন।’ সেই ভাল কিছু করতে হলে আবারও আশা রাখতে হবে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান এবং দুই হাফ সেঞ্চুরিয়ান মুমিনুল হক ও সাব্বির রহমানের ওপর। কারণ ইমরুলের ব্যাটিং করা নিয়ে অনিশ্চয়তা আছে। মুশফিক টানা দু’দিন ছিলেন মাঠের বাইরে। আঙ্গুলের ব্যথাটা এখনও সেভাবে কমেনি। পঞ্চমদিন হয়তো ব্যাটিংয়ে নামবেন তিনি। স্বাভাবিক ছন্দে সেটা করতে পারবেন কিনা এবং ভাল ইনিংস খেলতে পারবেন কিনা তা নিয়ে আছে যথেষ্ট সংশয়। তাসকিনের অবশ্য দ্বিমত রয়েছে, ‘আসলে বিষয়টি সোমবার সকালে আমাদের ব্যাটসম্যানদের ওপর নির্ভর করবে। উইকেট এখন খুবই ফ্ল্যাট। আমাদের ব্যাটসম্যানরা যদি উইকেটে সেট হয়ে যেতে পারেন তাদের পক্ষে অনেককিছুই করা সম্ভব। আমরা কিছুটা চিন্তিত। আমাদের কমপক্ষে তিন শ’ রানের বড় টার্গেট গড়ার চেষ্টা থাকবে।’ তাসকিনের কথা অনুসারে বেসিন রিজার্ভের উইকেটে থাকতে পারলেই ভাল রান করা সম্ভব। কারণ পুরোপুরি ব্যাটিংবান্ধব উইকেট। তাসকিন বলেন, ‘অবশ্যই উইকেটটি এখন ব্যাটিং উইকেট। এখন আমাদের ব্যাটসম্যানদের সতর্কভাবে সোমবারের সকালটা শুরু করতে হবে। কারণ কিউইদের বোলিং আক্রমণও যথেষ্ট মেধাবী এবং শক্তিশালী। ইমরুল ভাইয়ের চোটটা আমাদের মনে খুব দাগ কেটেছে। দুর্ভাগ্যক্রমে তিনি চোটে পড়ায় আমাদের চমৎকার শুরুটায় গড়বড় হয়ে গেছে। নতুন দিনে নতুন চিন্তা নিয়েই আমরা মাঠে আসব।’
×