ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট উদ্বোধন ॥ এখন পদ্মা পার হওয়া যাবে এক ঘণ্টায়

প্রকাশিত: ০৫:৪৫, ১৬ জানুয়ারি ২০১৭

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট উদ্বোধন ॥ এখন পদ্মা পার হওয়া যাবে এক ঘণ্টায়

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৫ জানুয়ারি ॥ শিবচরের কাওড়াকান্দি ঘাট কাঁঠালবাড়িতে স্থানান্তর করে রবিবার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নৌমন্ত্রী শাজাহান খান। এজন্য খুলে দেয়া হয়েছে পদ্মা সেতুর জন্য নির্মিত জাজিরা এপ্রোচ সড়কের শিবচর-কাঁঠালবাড়ি অংশ। নতুন নামকরণ করা হয়েছে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট। এখন পদ্মা নদী পার হতে সময় লাগবে সর্বোচ্চ এক ঘণ্টা। কমছে দূরত্ব ও ভোগান্তি। উদ্বোধনী অনুষ্ঠানে নৌমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়নের গতি সৃষ্টি করছেন তারই মাইলফলক এই কাঁঠালবাড়ি ফেরিঘাট। নৌপথের দূরত্ব কমে আট কিলোমিটার হলেও ফেরি ভাড়া কমছে না। তবে লঞ্চ ও স্পীডবোট ভাড়া কমানো নিয়ে চিন্তাভাবনা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের এমপি নূর-ই-আলম লিটন চৌধুরী, রোকসানা ইয়াছমিন ছুটি এমপি, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ কামাল উদ্দিন বিশ^াস, মাদারীপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মিয়াজউদ্দিন খান এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এতদিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার লাখ লাখ মানুষ রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুট হয়ে চলাচল করে আসছিল। এই নৌরুটের দূরত্ব প্রায় ১৭ কিলোমিটার। লঞ্চ ও ফেরিতে পদ্মা পার হতে সময় লেগেছে দেড় থেকে দুই ঘণ্টা। শুষ্ক মৌসুমে নাব্য সঙ্কটসহ বিভিন্ন পয়েন্টে চর এবং ডুবোচর জেগে ওঠায় প্রায়ই ফেরি আটকে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। যাত্রী ভোগান্তি লাঘবে এই দীর্ঘ নৌপথের দূরত্ব কমিয়ে আনতে অনেক দিন ধরেই ভাবনা-চিন্তা করছিল বিআইডব্লিউটিএ।
×