ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওবামার গৃহীত প্রকল্পগুলোর বাস্তবায়ন ঠেকিয়ে দিতে পারেন ট্রাম্প

শেষ মুহূর্তের তাড়াহুড়া

প্রকাশিত: ০৩:২৯, ১৬ জানুয়ারি ২০১৭

শেষ মুহূর্তের তাড়াহুড়া

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন কিউবার অভিবাসীদের বিষয়ে বহুদিনের পুরনো নিয়ম সংশোধন করে। বড় শহরগুলোর পুলিশ বিভাগে বর্ণবাদের ভিত্তিতে চলে আসা নিয়ম সংশোধনের জন্য দুটি গুরুত্বপূর্ণ চুক্তি প্রণয়ন এবং নিম্ন আয়ের লোকদের প্রথমবার বাড়ি কেনার জন্য বন্ধকী বীমার প্রিমিয়ামের হার কমিয়ে আনার মতো অপ্রত্যাশিত বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। খবর ওয়াশিংটন পোস্ট অনলাইনের। এছাড়া ওবামা প্রশাসন শেষ পর্যন্ত এক জাতের ভ্রমরকে বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত করেছে। এটি করার জন্য প্রাণী অধিকার গ্রুপগুলো দীর্ঘদিন লবিং করে। হোয়াইট হাউস ছেড়ে দেয়ার মাত্র কয়েকদিন বাকি থাকতে প্রশাসনের কর্মকর্তারা তড়িঘড়ি করে এমন বহু কাজ শেষ করার জন্য ব্যস্ত হয়ে পড়েন যা বাস্তবায়িত হলে সেগুলো লাখ মানুষের জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে। এ কাজগুলোর জন্য ওবামা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। তবে এই পদক্ষেপে বেশিরভাগেরই স্থায়িত্ব নিয়ে সংশয় রয়েছে। পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ক্ষমতা হাতে পেলে তিনি এগুলো বাতিল করে দেবেন। যেমন ওবামা ক্ষমতা ছাড়ার আগেই তার সময়ে গৃহীত স্বাস্থ্যসেবা সংস্কার বিল বাতিলের উদ্যোগ নিয়েছে কংগ্রেস। বিকল্প অর্থায়নের ব্যবস্থা না রেখেই বিলটি বাতিলের প্রথম পদক্ষেপ হিসেবে শুক্রবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এ বিষয়ে ভোটাভুটি হয়েছে। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ২০১০ সালে এ্যাফোর্ডেবল হেলথ কেয়ার এ্যাক্ট পাস হয়েছিল। প্রিন্সটন ইউনিভার্সিটির ইতিহাস ও জনসংযোগ বিষয়ক অধ্যাপক জুলিয়ান জেলিজার বলেন, ‘স্পষ্টতই তিনি (ওবামা) প্রেসিডেন্ট পদে শেষ সময়টিতে এসে অসম্পূর্ণ কাজগুলো শেষ করার জন্য নির্বাহী ক্ষমতা ব্যাপকভাবে প্রয়োগ করেছেন। তিনি মূলত এটি করতে আগ্রহী ছিলেন না। কিন্তু ক্ষমতা ছাড়ার শেষ সময়টিতে দেখতে পাচ্ছেন রক্ষণশীল কংগ্রেস এবং প্রেসিডেন্ট পদে নির্বাচিত ট্রাম্প তার নেয়া পদক্ষেপগুলো বাতিল করার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। এ বিষয়টা তাকে তাড়াতাড়ি কাজগুলো শেষ করে যেতে উদ্বুদ্ধ করে থাকতে পারে।’ বৃহস্পতিবার একদিনেই ওবামা প্রশাসন তিনটি জাতীয় মনুমেন্ট ও প্যাসিফিক নর্থওয়েস্টে বিদ্যমান অপর দুটি প্রকল্প সম্প্রসারণ উদ্যোগ অনুমোদন করেছে। এছাড়া এদিন দাসত্ব থেকে মুক্তি পাওয়াদের জন্য সাউথ ক্যারোলাইনায় একটি স্কুল প্রতিষ্ঠা, ভিসা ছাড়া যুক্তরাষ্ট্রে আসা কিউবার অভিবাসীরা গত ৫০ বছর ধরে যে সুবিধা চলে আসছে তা রদকরণ, সিরিয়ার গৃহযুুদ্ধে ক্লোরিন বোমা ব্যবহারের জন্য দেশটির ১৮ জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম অনুমোদন, কার্বন নিঃসরণ সীমা লঙ্ঘনের দায়ে মোটর নির্মাতা কোম্পানি ফিয়াট ক্রিসলারকে অভিযুক্ত করার মতো কর্মসূচীগুলো অনুমোদন করে। প্রেসিডেন্ট পদে নির্বাচিত ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স যদিও বারবার বলছেন, তারা ক্ষমতায় এলে ওবামার অনেক নীতিই বাতিল করে দেবেন। তবে বিশ্লেষকরা বলছেন, বাস্তবে তা করা প্রায় অসম্ভব।
×