ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইউজেনি বাউচার্ডকে হারিয়ে পোলিশ তারকার সামনে বাধা জোহানা কন্টা

সিডনির ফাইনালে রাদওয়ানস্কা

প্রকাশিত: ০৪:২৩, ১৩ জানুয়ারি ২০১৭

সিডনির ফাইনালে রাদওয়ানস্কা

স্পোর্টস রিপোর্টার ॥ সিডনি ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। বৃহস্পতিবার শেষ চারের লড়াইয়ে চেকপ্রজাতন্ত্রের বারবোরা স্ট্রাইকোভাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেন তিনি। শিরোপা জয়ের লড়াইয়ে তার প্রতিপক্ষ আজ গ্রেট ব্রিটেনের টেনিস তারকা জোহানা কন্টা। সেমিফাইনালে তিনি কানাডার প্রতিভাবান তারকা ইউজেনি বাউচার্ডকে পরাজিত করে ফাইনালের টিকেট নিশ্চিত করেন। সিডনি ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টে দ্বিতীয় বাছাই হিসেবে খেলতে নামেন এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। শুরু থেকেই দারুণভাবে খেলতে থাকেন তিনি। শেষ চারের লড়াইয়ে দ্বিতীয় বাছাই এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা ৬-১ এবং ৬-২ সেটে হারান চেকপ্রজাতন্ত্রের বারবোরা স্ট্রাইকোভাকে। টেনিস র‌্যাঙ্কিংয়ের ১৯ নাম্বারে থাকা স্ট্রাইকোভাকে হারিয়ে দারুণ রোমাঞ্চিত পোলিশ তারকা। ম্যাচ শেষে জানালেন এই সময়ে টেনিস কোর্টে ভাল করছেন তিনি। এ প্রসঙ্গে রাদওয়ানস্কা বলেন, ‘আমি মনে করি প্রতিটি ম্যাচেই ভাল করছি।’ এরপরই আসে অস্ট্রেলিয়ার প্রসঙ্গ। ২০১৩ সালে এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিলেন তিনি। তাই তার কাছে অস্ট্রেলিয়ার কোর্ট বেশ প্রিয়। বিশেষ করে মেলবোর্নের কোর্ট নাকি তার কাছে অন্যরকম। এ বিষয়ে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় খেলতে আমার আসলেই ভাল লাগে। এখানকার কোর্টগুলো আমার খুব প্রিয়। এখানে বিশেষ করে মেলবোর্নে খেলতে আমি খুবই স্বাচ্ছন্দ্যবোধ করি। এই টুর্নামেন্টে আবারও ফাইনাল খেলতে পেরে আমি খুবই আনন্দিত। বিশেষ করে যখন এই টুর্নামেন্টে সব তারকা খেলোয়াড়ই অংশগ্রহণ করে কঠিন করে তুলে।’ আগামী সপ্তাহ থেকেই শুরু হবে মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু দুর্ভাগ্য এই পোলিশ তারকার। এখন পর্যন্ত কোন মেজর টুর্নামেন্ট জেতা হয়নি তার। ২০১২ সালে উইম্বলডনের ফাইনালে উঠলেও সেবার সেরেনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় রাদওয়ানস্কার। অস্ট্রেলিয়ান ওপেনে তার সর্বোচ্চ ফলাফল দুইবার সেমিফাইনাল। তবে এবার আশাবাদী ২৭ বছর বয়সী এই টেনিস তারকা। এ প্রসঙ্গে সিডনির সেমিফাইনাল জিতেই রাদওয়ানস্কা বলেন, ‘এখানে ইতোমধ্যেই কিছু ভাল ম্যাচ খেলেছি। এখানে যে ভাল খেলছি তার উপলব্ধিও করতে পারছি। প্রতিটি ম্যাচেই ভালভাবে বলে আঘাত করতে পারছি। ম্যাচে ছন্দ ধরে রাখতে আমি মনে করি এটাই খুব গুরুত্বপূর্ণ। তাই আমার বিবেচনায় যথেষ্ট ভাল পারফর্ম করছি। মেলবোর্নে যাওয়ার আগে আগামীকালের (আজ) ম্যাচটাই এখানে আমার শেষ। এখন সেজন্যই প্রস্তুতি নিচ্ছি।’ কিন্তু রাদওয়ানস্কার কাছে হেরে রীতিমতো হতাশ স্ট্রাইকোভা। কারণ পোলিশ তারকার বিপক্ষে যে এটি তার টানা সাত ম্যাচে পরাজয়ের লজ্জা। এদিকে ফর্মে ফিরেছিলেন ইউজেনি বাউচার্ড। দীর্ঘ ১০ মাস পর প্রথম কোন টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলেন কানাডার এই টেনিস তারকা। কিন্তু খুব বেশিদূর এগুতে পারেননি তিনি। সেমিফাইনাল থেকেই ছিটকে যেতে হলো বাউচার্ডকে। টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই জোহানা কন্টার কাছে ৬-২, ৬-২ সেটে হার মানেন তিনি। বাউচার্ডকে হারিয়ে ক্যারিয়ারের তৃতীয় ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন। এর আগের দুটির একটিতে চ্যাম্পিয়ন ও বাকি টুর্নামেন্টে রানার্স-আপ হয়েছিলেন তিনি। এবার সিডনির ফাইনাল ম্যাচের আগেও দারুণ আত্মবিশ্বাসী কন্টা। যদিও রাদওয়ানস্কার বিপক্ষে গত বছরে খেলা দুই ম্যাচের দু’টিতেই হেরেছিলেন তিনি। এ বিষয়ে কন্টা বলেন, ‘আমি যতদূর মনে করতে পারি, সে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। তাই সে নিশ্চিতভাবেই বলা যায় সঠিকভাবে এগুচ্ছেন। তার বিপক্ষে আগে দুইবার মুখোমুখি হয়েছি আমি। যার দুটিতেই হেরেছি। তবে এবার ভাল কিছু করতে পারব বলে মনে করি আমি।’
×