ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ধোলাইখালে ট্রাকের ধাক্কায় দুই রিকশা যাত্রীর মৃত্যু, গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ০৫:৫৮, ১১ জানুয়ারি ২০১৭

ধোলাইখালে ট্রাকের ধাক্কায় দুই রিকশা যাত্রীর মৃত্যু, গৃহবধূর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় ট্রাকের ধাক্কায় দুই রিক্সা আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় রিক্সাচালক গুরুতর আহত হয়েছে। ঘটনার পর চালকের হেলপারকে আটক করা হয়েছে। চালক পালিয়ে যায়। সবুজবাগের কুসুমবাগ এলাকায় এক গৃহবধূ আত্মহত্যা করেছে। এছাড়া কামরাঙ্গীরচরে দুইটি কারখানা ও একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় ট্রাকের ধাক্কায় দুই রিক্সা যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন, বাদল হোসেন (৩৫) ও সানোয়ার হোসেন (৪০)। এ সময় রিক্সাচলক আলতাফ হোসেন (৪৫) গুরুতর আহত হয়েছেন। গেণ্ডারিয়া থানার এসআই সোহেল রানা জানান, সোমবার রাত ১২টার দিকে ধোলাইখালের সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন রাস্তায় একটি ট্রাক ওই রিক্সাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় দুই আরোহী বাদল হোসেন ও সানোয়ার হোসেন ও চালক আলতাফ হোসেন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে তাদের সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক যাত্রী বাদল ও সানোয়ারকে মৃত ঘোষণা করেন। আহত রিক্সাচালক আলতাফকে মিটফোর্ড হাসপাতালে থেকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। এসআই সোহেল রানা জানান, নিহত বাদল ধোলাইখালের একটি লেদ মেশিন ওয়ার্কশপের মালিক। থাকতেন রাজধানীর শাহজাহানপুরে। আর সানোয়ার ছিলেন বাদলের দোকানের কর্মচারী। তিনি ওয়ারী এলাকায় থাকেন। তিনি জানান, ট্রাক ও চালকের সহকারীকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। গৃহবধূর আত্মহত্যা ॥ রাজধানীর সবুজবাগের কুসুমবাগ এলাকায় জয়নব আক্তার জনি (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহতের স্বামীর নাম শাহিন আক্তার। সে সবুজবাগ কুসুমবাগ এলাকার ১০৫ নম্বর বাড়িতে স্বামীর সঙ্গে থাকত। সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ দুলাল চন্দ্র জানান, খবর পেয়ে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সবুজবাগ থানাধীন কুসুমবাগের ওই বাড়ি থেকে জয়নবের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, স্বামী শাহিন আক্তারের সঙ্গে নিজেদের মধ্যে কলহের জের ধরে জয়নব আত্মহত্যা করে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। আগুন ॥ রাজধানীর কামরাঙ্গীরচরে দুইটি কারখানা ও একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখায় কারখানা ও বসতঘরের মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ভোর ৪টার দিকে কামরাঙ্গীরচর ঝাউলাহাটি এলাকায় একটি প্যাকেজিং কারখানা, একটি বিস্কুট তৈরির কারখানা ও একটি বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন লেলিহান শিখায় চারদিকে ছড়িয়ে পড়ে। আশপাশের বাসিন্দারা আগুন আতঙ্কে ঘর থেকে বের হয়ে রাস্তায় আশ্রয় নেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। আগুনের তীব্রতার ও শত শত উৎসুক মানুষের ভিড়ে ফায়ার সার্ভিসের দমকল কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক জানান, মঙ্গলবার ভোর ৪ দিকে ঝাউলাহাটি এলাকায় বৈদ্যুতিক গোলাযোগ থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি প্যাকেজিং কারখানা, একটি বিস্কুট তৈরির কারখানা ও একটি বসতঘরের কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
×