ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্কাই নিউজকে তেরেসা মে

ইইউর সঙ্গে বিচ্ছেদ ঘটলেও বাণিজ্যিক সম্পর্ক থাকবে

প্রকাশিত: ০৬:২৩, ১০ জানুয়ারি ২০১৭

ইইউর সঙ্গে বিচ্ছেদ ঘটলেও বাণিজ্যিক সম্পর্ক থাকবে

ব্রিটেনের প্রধানমন্ত্রী তেরেসা মে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের বিচ্ছেদ ঘটবেই। তবে এই জোটের সঙ্গে সবচেয়ে ভাল বাণিজ্যিক সম্পর্ক কিভাবে রাখা যায় তা নিয়ে ব্রিটেন আলোচনা চালিয়ে যাবে। রবিবার স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেছেন। খবর ওয়ালস্ট্রিট জার্নাল অনলাইনের। তেরেসা মে বলেন, জনসাধারণ স্বাভাবিকভাবে বলছে আমরা ইইউ ছাড়তে চলেছি। ইইউ থেকে বেরিয়ে আসছি ঠিকই কিন্তু এই জোটের সঙ্গে আমাদের সম্পর্ক অক্ষুণœ রাখতে চাই। আমরা ইইউ ত্যাগ করছি আবার বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে আলোচনার জন্য তৈরিও হচ্ছি। ইইউ ত্যাগ করলে ব্রিটেন নিজের সীমান্তের ওপর অধিকতর নিয়ন্ত্রণ সুবিধা লাভ করবে, এ বিষয়ে মে তার আগেকার কথার পুনরুল্লেখ করেন। তবে অভিবাসী নিয়ন্ত্রণ না ইইউর সঙ্গে বাণিজ্য সম্পর্ক রক্ষা; কোন্ ইস্যুটি সরকার অগ্রাধিকার দেবে এ বিষয়ে তিনি কোন মন্তব্য করতে চাননি। ইইউর শুল্কমুক্ত একক বাজারের সুবিধা পেতে হলে ব্রিটেনকে অবশ্যই ইউনিয়নভুক্ত অঞ্চল থেকে আসা লোকজনের অবাধ চলাচলের অধিকার মেনে নিতে হবে, ইইউ নেতৃবৃন্দ সে কথা আগেই বলে রেখেছেন। কার্যত ব্রিটেনের অর্থনীতির জন্য ইইউর শুল্কমুক্ত একক বাজারের খুবই প্রয়োজন। ব্রেক্সিট নিয়ে আলোচনা করতে ব্রিটেন তৈরি কিনা সেটি নিয়ে এক সপ্তাহ ধরে তেরেসা মে’র সরকার সমালোচকদের প্রশ্নের মুখে রয়েছে। মার্চের মধ্যে সরকারকে এই আলোচনা শুরু করতে হবে। এই আলোচনা শুরু করার আদৌ ইচ্ছা সরকারের আছে কিনা সেটি নিয়েই এখন প্রশ্ন উঠছে। ইইউতে নিযুক্ত ব্রিটেনের শীর্ষ কূটনীতিক ইভান রজার্স গত মঙ্গলবার অনেকটা অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করেছেন। স্টাফদের উদ্দেশে লেখা এক চিঠিতে তিনি আশা প্রকাশ করেছেন, তারা ‘হ য ব র ল পরিস্থিতি’ উন্নয়নে কাজ করে যাবেন। রবিবারের ওই সাক্ষাতকারে মে দাবি করেন তার সরকার এখনও ততটা হ য ব র ল অবস্থায় পড়েনি। লিভ মিনস লিভ নামে একটি ব্রেক্সিটপন্থী গ্রুপ মে’র বক্তব্যকে স্বাগত জানিয়েছে। এক টুইট বার্তায় গ্রুপটি জানিয়েছে, ইইউ ছেড়ে বেরিয়ে এলেও বাণিজ্য ইস্যুতে ব্লকের সঙ্গে ব্রিটেনের দর কষাকষির সক্ষমতা বজায় থাকবে। ব্রেক্সিট ইস্যুতে কয়েক সপ্তাহের মধ্যে মে ব্রিটিশ সরকারের বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করবেন বলে জানিয়েছেন। এদিকে ইইউপন্থী হিসেবে পরিচিত লিবারেল ডেমোক্র্যাট নেতা টিম ফ্যারন মনে করেন, ব্রিটেনে কেবল ইইউ থেকেই বেরিয়ে আসবে তাই নয়, শুল্কমুক্ত একক বাজারের সুবিধাও হাতছাড়া করবে। ব্রিটেন তখন অর্থনৈতিকভাবে দুর্বল এবং রাজনৈতিকভাবে আরও দ্বিধাবিভক্ত হয়ে পড়বে।
×