ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দেশে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ

প্রকাশিত: ০৮:১১, ৯ জানুয়ারি ২০১৭

দেশে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ

স্টাফ রিপোর্টার ॥ দেশে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আগামী কয়েকদিনের মধ্যে তা মাঝারি শৈত্যপ্রবাহে পরিণত হতে পারে। দেশের সর্বত্র সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দ্রুত হ্রাস পেতে শুরু করেছে। উত্তরাঞ্চলে অনুভূত হচ্ছে কনকনে শীত। রাজধানীতেও সন্ধ্যা থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত মাঝারি ধরনের শীত অনুভূত হয়। তবে গত বছরের মতো শীতের কাপড় ব্যবসায়ীদের মুখে হাসি ফোটানোর মনে শীত এখনও পড়েনি। আবহাওয়া অধিদফতর জানায়, শ্রীমঙ্গল, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে এবং দু-একদিনের মধ্যে তা মাঝারি শৈত্যপ্রবাহে পরিণত হতে পারে। রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৯.২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হয়। ঢাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২৭ ও ১৩.৮ ডিগ্রী সেলসিয়াস।
×