ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইনজুরিতে মাশরাফি, তামিম, ইমরুল

প্রকাশিত: ০৬:০৮, ৯ জানুয়ারি ২০১৭

ইনজুরিতে মাশরাফি, তামিম, ইমরুল

স্পোর্টস রিপোর্টার ॥ এমনিতেই দলের খারাপ সময় চলছে। তার মধ্যে আরও দুঃসংবাদ এসে যেন ভর করল। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি২০তে ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়ে গেলেন মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও ইমরুল কায়েস। ওয়ানডে ও টি২০ দলের অধিনায়ক মাশরাফির ডান হাতে কবজির হাড়ে চিড় ধরা পড়েছে। বাম হাতের বুড়ো আঙ্গুলে চোট পান বাংলাদেশ ওপেনার তামিম। আরেক ওপেনার ইমরুল ডান পায়ের গোড়ালিতে ব্যথা পান। চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মাশরাফিকে। তামিম ও ইমরুলের চোট কি পর্যায়ে আছে তা ৪৮ ঘণ্টা পর জানা যাবে। নিউজিল্যান্ড থেকে ইনজুরি সঙ্গী করেই দেশে ফিরতে হচ্ছে মাশরাফিকে। রবিবারের টি২০ ম্যাচটি ছিল নিউজিল্যান্ডে গিয়ে বাংলাদেশের রঙিন পোশাকের শেষ ম্যাচ। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। শেষ নির্ধারিত ওভারের ম্যাচটিতে এসে মাশরাফি ইনজুরিতে পড়লেন। শেষ টি২০ ম্যাচের ইনিংসের ১৮তম ওভারে বল হাতে আক্রমণে আসেন মাশরাফি। নিজের দ্বিতীয় বলে ফিল্ডিং করতে গিয়ে আহত হন তিনি। কোরি এ্যান্ডারসন বলটিতে জোরালো শট নেন। ঝাঁপিয়ে বলটি ঠেকানোর চেষ্টা করেন মাশরাফি। বলটি তার হাতের তালুতে লাগে। এ সময় মাঠে বাংলাদেশ দলের ফিজিও ডিন কনওয়ে প্রাথমিক চিকিৎসা দেন। মাঠ থেকে বেরিয়েও যান মাশরাফি। ওভারের শেষ চারটি বল করেন মোসাদ্দেক। মাঠ থেকে বেরিয়ে কিছু সময় ড্রেসিংরুমে কাটান অধিনায়ক। তবে বোর্ডের কর্তারা কোন ঝুঁকি নিতে না চাইলে ম্যাচ শেষে মাশরাফিকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে স্ক্যান করানোর পর তার ডান হাতের কবজির হাড়ে চিড় ধরা পড়ে। হাতে বল লেগে বুড়ো আঙ্গুল ভেঙ্গে যাওয়ায় মাশরাফিকে মাঠের বাইরে থাকতে হতে পারে চার থেকে ছয় সপ্তাহ। ফিজিও ডিন কনওয়েই তাই জানিয়েছেন। ইনজুরি ঠিক হতে যে সময় লাগবে, তাতে হালকা রিহ্যাব করে ফিরবেন মাশরাফি। ততদিনে কোন সমস্যা নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর ভারতের বিপক্ষে ফেব্রুয়ারিতে একটি টেস্ট রয়েছে। সেটি স্বাভাবিকভাবেই খেলবেন না মাশরাফি। এরপর যে মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট, ওয়ানডে, টি২০ সিরিজ রয়েছে; সেখানে অবশ্য টেস্ট সিরিজ আগে হবে। তাই ফিট হতে যথেষ্ট সময় থাকবে মাশরাফির হাতে। মাশরাফির ইনজুরি নিয়ে এ মুহূর্তে কোন সমস্যা ধরা না দিলেও তামিম ও ইমরুলের ইনজুরি নিয়ে আছে দুঃশ্চিন্তা। ওয়ানডে ও টি২০ সিরিজ শেষ। এখন অপেক্ষা দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে নামার। ১২ জানুয়ারি ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ও ক্রাইস্টচার্চে ২০ জানুয়ারি দ্বিতীয় টেস্টে খেলতে নামবে বাংলাদেশ দল। এরই মধ্যে টেস্ট দল ঘোষণাও হয়ে গেছে। যেখানে দুই গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছেন তামিম ও ইমরুল। আর তাই টেস্ট সিরিজকে সামনে রেখে এ দুইজনের ইনজুরি নিশ্চিতভাবে দুঃশ্চিন্তায় ফেলে দিয়েছে। রবিবার ও আজ দিন দুটি দেখে তামিম ও ইমরুলের ইনজুরি কি অবস্থায় আছে তা বোঝা যাবে। এমনও হতে পারে মঙ্গলবারের পরই সব বোঝা যাবে। মাঝে বুধবার একদিন সময় থাকবে। বৃহস্পতিবার শুরু হয়ে যাবে প্রথম টেস্ট। তাই এরমধ্যে যদি তামিম ও ইমরুলের ইনজুরি নিয়ে কোন সুসংবাদ না মিলে, তাহলে দল আরও বেহাল দশায় পড়ে যাবে। তৃতীয় ও শেষ টি২০ ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁহাতের বুড়ো আঙ্গুলে চোট পেয়েছেন তামিম। আঙ্গুল কালো হয়ে ওঠায় ম্যাচ শেষে এক্স-রে করান হয়। তাতে কোন চিড় ধরা পড়েনি। তবে আছে ব্যথা। যে ব্যথাই তামিমকে ভোগাতে পারে। এমনও হতে পারে প্রথম টেস্টে খেলা নিয়েও শেষ পর্যন্ত শঙ্কা জেগে যেতে পারে। তৃতীয় টি২০ ম্যাচের ১২তম ওভারে মাশরাফির বলে এ্যান্ডারসনের আরেকটি শট ফেরাতে গিয়ে আহত হন ইমরুল। ছক্কা ফেরাতে গিয়ে বাউন্ডারি লাইনের পাশে থাকা বিজ্ঞাপনের বোর্ডে ধাক্কা লাগে ইমরুলের। এতে ডান পায়ের গোড়ালিতে ব্যথা পান তিনি। ব্যাট হাতেও মাঠে নামা হয়নি তার। তবে যতদূর জানা গেছে ইমরুলের অবস্থা ভাল।
×