ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জাতীয় মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ শুরু

প্রকাশিত: ০৬:২৩, ৮ জানুয়ারি ২০১৭

জাতীয় মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ ১৫টি দলের অংশগ্রহণে শনিবার থেকে ঢাকার পল্টনের শহীদ এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ‘এক্সিম ব্যাংক জাতীয় মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে’র খেলা শুরু হয়েছে। উদ্বোধনী দিনের খেলায় বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩৩-৪ গোলে চুয়াডাঙ্গা জেলাকে, ঢাকা জেলা ২৩-২ গোলে ফেনী জেলাকে, দিনাজপুর জেলা ১৪-৭ গোলে কুষ্টিয়া জেলাকে, নওগাঁ জেলা ১৪-২ গোলে গোপালগঞ্জ জেলাকে, ফরিদপুর জেলা ১৬-৬ গোলে চুয়াডাঙ্গা জেলাকে, নড়াইল জেলা ১৩-৫ গোলে কুষ্টিয়া জেলাকে, জামালপুর জেলা ১২-৪ গোলে রাজশাহী জেলাকে, নওগাঁ জেলা ২৫-১ গোলে ফেনী জেলাকে, ঢাকা জেলা ১৭-৮ গোলে গোপালগঞ্জ জেলাকে হারায়। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ. কে. এম. নূরুল ফজল বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি ও সাংগঠনিক কমিটির চেয়ারম্যান কামরুন নাহার ডানা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, সাংগঠনিক কমিটির সম্পাদক সালাউদ্দিন আহাম্মেদ প্রমুখ। কেএসআরএম গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী স্পোর্টস রিপোর্টার ॥ কেএসআরএমের উদ্যোগে আয়োজিত গলফ টুর্নামেন্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। চট্টগ্রামের ভাটিয়ারি গলফ এ্যান্ড কান্ট্রি ক্লাবে টুর্নামেন্ট সফলভাবে আয়োজিত হয়। টুর্নামেন্টে ক্যাপ্টেন কাদের মাহমুদ চৌধুরী (অব) চ্যাম্পিয়ন, আহনাফ খান প্রথম রানারআপ ও ফরিদ উদ্দীন দ্বিতীয় রানারআপ এবং মহিলা বিভাগে হাফিজ এমাদ চ্যাম্পিয়ন হন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিয়ারির পিএসসি কমান্ড্যান্ট বাংলাদেশ মিলিটারির মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার। আর কেএসআরএমের মার্কেটিং এ্যান্ড সেলস ডিরেক্টর এনামুল হক ও জিএম (প্লান্ট) কমোডর (অব) এমএস কবির উপস্থিত ছিলেন।
×