ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাগদাদে দুই দফা গাড়িবোমা হামলা ॥ নিহত ১৪

প্রকাশিত: ০৬:০৯, ৭ জানুয়ারি ২০১৭

বাগদাদে দুই দফা গাড়িবোমা হামলা ॥ নিহত ১৪

ইরাকের রাজধানী বাগদাদে ইসলামিক স্টেটের (আইএস) দুই দফা গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। পুলিশ ও গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় শহর মসুল থেকে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরাকী বাহিনী যখন আইএস জঙ্গীদের তাড়ানোর চেষ্টা চালাচ্ছে, ঠিক সেই সময়পর্বেই বাগদাদে ধারাবাহিক হামলার অংশ হিসেবে বৃহস্পতিবার এই গাড়িবোমা হামলা চালানো হলো। এদিকে ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে পূর্ব মসুলের ৭০ শতাংশ এলাকাই দখলে নিয়েছে ইরাকী বাহিনী। ইরাকের যৌথ অভিযানের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল তালিব শাগহাতি একথা জানিয়ে বলেন, এলাকার অধিবাসীদের সহায়তায় তারা আইএসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে যেতে পারছেন। খবর ইয়াহু নিউজের। বৃহস্পতিবার সকালে প্রথম গাড়িবোমা হামলাটি চালানো হয় বাগদাদের পূর্বাঞ্চলীয় শহরতলিতে একটি মসজিদের কাছে। এতে অন্ততপক্ষে ছয়জন নিহত ও ১৫ জন আহত হন। অনলাইনে আইএসের দেয়া এক বিবৃতিতে দাবি করা হয়, শিয়া মুসলিম স¤প্রদায়ের জড়ো হওয়া মানুষদের লক্ষ্য করে তারা হামলাটি চালিয়েছে। শিয়াদের ‘কাফের’ বা ‘অমুসলিম’ বলে বিবেচনা করে উগ্র সুন্নিপন্থী আইএস জঙ্গীরা। দ্বিতীয় গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয় মধ্যাঞ্চলীয় বাব আল-মোদহাম জেলার একটি নিরাপত্তা তল্লাশি চৌকির কাছে। এতে আটজন নিহত হন। দুটি বোমাই দাঁড় করিয়ে রাখা গাড়িতে পেতে রাখা হয়েছিল। তবে জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) প্রায়ই ইরাকের রাজধানী বাগদাদে সাধারণ মানুষ অধ্যুষিত এলাকায় হামলা চালিয়ে থাকে। গেল সপ্তায় বাগদাদজুড়েই হামলা হয়েছে।
×