ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার বিদায় ওজনিয়াকির

প্রকাশিত: ০৩:৫৫, ৬ জানুয়ারি ২০১৭

এবার বিদায় ওজনিয়াকির

স্পোর্টস রিপোর্টার ॥ অকল্যান্ড ক্ল্যাসিকের তৃতীয় দিনেই বিদায় নেন টুর্নামেন্টের ফেবারিট সেরেনা উইলিয়ামস। তার একদিন পর ছিটকে গেলেন ক্যারোলিন ওজনিয়াকিও। বৃহস্পতিবার জার্মানির জুলিয়া জর্জেসের কাছে হেরে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়েন তিনি। জুলিয়া জর্জেসের কাছে এদিন ১-৬, ৬-৩ এবং ৬-৪ সেটে হেরে মৌসুমের প্রথম টুর্নামেন্ট থেকে লজ্জাজনকভাবে বিদায় নিলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। তবে থেমে গেল মেডিসন ব্রেঞ্জেলের জয়রথ। সেরেনা উইলিয়ামসকে পরাজিত করে আলোড়ন সৃষ্টি করা ব্রেঞ্জেলকে বিদায় করেন লাটভিয়ার জেলেনা ওস্টাপেঙ্কো। এছাড়াও হেরে অকল্যান্ড ক্ল্যাসিক থেকে বিদায় নেন চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ট্রাইকোভা এবং রিটায়ার্ড নেন নাওমি ওসাকা। গত কয়েক বছর ধরেই টেনিস বিশ্বে রাজত্ব করছেন সেরেনা-ওজনিয়াকিরা। কিন্তু নতুন বছরের শুরুতেই বড় ধরনের ধাক্কা খেয়ে গেলেন তারা। গত বছর টেনিস কোর্টে খুব বেশি সুবিধে করতে পারেননি সেরেনা। উইম্বলডন জয় ছাড়া আর কোন গ্র্যান্ডসøাম নিজের শোকেসে তুলতে পারেননি তিনি। তাই নতুন মৌসুমে টেনিসপ্রেমীদের প্রত্যাশা ছিল একটু বেশি-ই। কিন্তু অখ্যাত মেডিসন ব্রেঞ্জেলের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হলো তাকে। চোটের কারণে একই দিনে অকল্যান্ড ক্ল্যাসিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সেরেনার বড় বোন ভেনাস উইলিয়ামসও। তার একদিন পর কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছেন ড্যানিশ টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকিও। টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ তারকা ওজনিয়াকিকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়া জুলিয়া জর্জেসের পরবর্তী প্রতিপক্ষ আনা কুঞ্জু। মহিলা এককে যেমন সেরেনা-ভেনাস-ওজনিয়াকি, তেমনি পুরুষ এককে ফুরিয়ে গেছেন রজার ফেদেরারও! সুদীর্ঘ ক্যারিয়ারে ১৭টি গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেয়েছেন সুইজারল্যান্ডের এই টেনিস তারকা। অথচ ২০১২ সালে উইম্বলডন জয়ের পর আর কোন মেজর টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হতে পারেননি তিনি। ইনজুরির কারণে গত বছর বেশিরভাগ সময় কোর্টের বাইরে থাকতে হয়েছে ফেড এক্সপ্রেসকে। তবে ছয় মাস পর নতুন বছরে নতুন উদ্যমে শুরুর স্বপ্ন বুনেছিলেন তিনি। প্রথম ম্যাচে জয়ও পেয়েছিলেন ফেদেরার। কিন্তু বছরের দ্বিতীয় ম্যাচেই হেরে যান সুইস তারকা। বুধবার আলেকজান্ডার জেরেভের কাছে হেরে মৌসুমের প্রথম টুর্নামেন্ট হপম্যান কাপ থেকেই বিদায় নেন তিনি। ১৯ বছর বয়সী জার্মান খেলোয়াড় জেরেভের কাছে ৭-৬(১), ৬-৭ (৪) এবং ৭-৬(৪) সেটে হার মানেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। দেড় দশক আগে পেশাদার টেনিসে যাত্রা শুরু করেছিলেন তিনি। ২০০৩ সালে উইম্বলডন জিতে পাদপ্রদীপের আলোয় উঠে আসেন ফেদেরার। এরপর টেনিস কোর্টে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন এই সুইস তারকা। ১৭টি গ্র্যান্ডসøাম, বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলসহ প্রায় সব টুর্নামেন্টেই রাজত্ব করেছেন তিনি। কিন্তু একসময়ের প্রতিপক্ষের হুমকি ফেদেরার এখন নিজেরই ছায়া! গত চার বছর ধরে কোন গ্র্যান্ডসøাম জিততে পারেননি তিনি। বয়সে পঁয়ত্রিশ ছাড়িয়ে গেছেন রজার ফেদেরার। যে কারণে টেনিস বোদ্ধাদের অনেকেই মনে করছেন বয়সের ভারেই নুইয়ে পড়েছেন রেকর্ড ৩০২ সপ্তাহ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই খেলোয়াড়। আসলেই কি ফুরিয়ে গেছেন সুইস তারকা, নাকি এ বয়সেও জ্বলে উঠতে পারবেন? টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার। ফেদেরারের বাজে সময় কাটলেও দারুণ সময় পার করছেন টেনিসের নতুন রাজা এ্যান্ডি মারে। বুধবার টানা ২৬ ম্যাচে জয়ের স্বাদ পেয়েছেন তিনি। সেইসঙ্গে কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালের টিকিটও নিশ্চিত করেন গ্রেট ব্রিটেনের এই টেনিস তারকা। কাতার ওপেনের শেষ আটে র‌্যাঙ্কিয়ের ৪৪ নম্বরে থাকা স্পেনের নিকোলাস এ্যালেমগ্রোর মুখোমুখি হবেন স্যার এ্যান্ডি মারে।
×