ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রানের পাহাড়

প্রকাশিত: ০৬:২০, ৫ জানুয়ারি ২০১৭

তিন সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার  রানের পাহাড়

স্পোর্টস রিপোর্টার ॥ তিন সেঞ্চুরির সৌজন্যে সিডনি টেস্টে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। ৮ উইকেটে ৫৩৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে স্টিভেন স্মিথের দল। জবাবে দ্বিতীয়দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১২৬। দলীয় ৬ রানের মধ্যে শারজিল খান (৪) ও বাবর আজম (০) আউট হওয়ার পর হাল ধরেছেন আজহার আলি ও ইউনুস খান। ফর্মের তুঙ্গে থাকা ওপেনার আজহার ৫৮ এবং অভিজ্ঞ ইউনুস ৬৪ রানে ব্যাট করছেন। জোড়া সেঞ্চুরিতে প্রথম দিনের গল্পটা ছিল ডেভিড ওয়ার্নার (১১৩) এবং ম্যাট রেনশ’র (১৮৪)। লাঞ্চের আগেই ট্রিপল ফিগার (১০০*) ছুঁয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন মারকাটারি ওয়ার্নার। ক্যারিয়ারের চতুর্থ টেস্টেই দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়ে দ্বিতীয়দিনে তাতে বাড়তি মাত্রা যোগ করেছেন পিটার হ্যান্ডসকম্ব (১১০)। ইতোমধ্যে ২-০তে সিরিজ খোয়ানো মিসবাহ-উল হকের পাকিস্তানের জন্য ম্যাচটা ‘হোয়াইটওয়াশ’ এড়ানোর লড়াই। বুধবার ৩ উইকেটে ৩৬৫ রানে দ্বিতীয়দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ১৬৭ রান নিয়ে নামা রেনশ ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন। ১৮৪ রানে ২০ বছর বয়সী তরুণ এই ওপেনারকে বোল্ড করেন ইমরান খান। ২৯৩ বলে খেলা বাঁহাতি ব্যাটসম্যানের ১৮৪ রানের ইনিংসটি ২০টি চার দিয়ে সাজানো। ১৪২ রানের জুটি ভাঙ্গার পর হিলটন কার্টইটের সঙ্গে ৯১ রানের আরেকটি ভাল জুটি উপহার দেন হ্যান্ডসকম্ব। দলের সংগ্রহ পাঁচ শ’ পার করে দুর্ভাগ্যজনকভাবে ‘হিট উইকেট’ হয়ে ফেরেন তরুণ এই মিডলঅর্ডার ব্যাটসম্যান। ২০৫ বলে খেলা তার ১১০ রানের ইনিংসে চার ৯টি। অনিয়িমিত বোলার আজহারের বলে ম্যাথু ওয়েড ও মিচেল স্টার্কের দ্রুত বিদায়ের পর অধিনায়ক স্মিথ ৮ উইকেটে ৫৩৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেন। পাকিস্তানের হয়ে ৮৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন পেসার ওয়াহাব রিয়াজ। দুটি করে শিকার ইমরান ও আজহারের। জবাবে পাকিস্তানের শুরুটা অবশ্য মোটেই ভাল ছিল না। চতুর্থ ওভারে হ্যাজলউডের জোড়া আঘাতে ৬ রানের মধ্যে নেই ২ উইকেট। ধাক্কা সামলে তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১২০ রানের জুটি গড়েন ইউনুস-আজহার। অভিজ্ঞ ইউনুস ৬৪ ও স্বপ্নের সময় পার করে আজহার অপরাজিত ৫৮ রানে। দল ব্যর্থ হলেও সফরে ৫ ইনিংসে ১২৭ গড়ে ৩৮২ রান করেছেন আজহার। অস্ট্রেলিয়ার মাটিতে তিন টেস্টের সিরিজে এশীয় ব্যাটসম্যানদের মধ্যে যা সর্বোচ্চ রানের রেকর্ড। ১৯৮৩ সালে অস্ট্রেলিয়া সফরে সাবেক পাকিস্তান তারকা মহসিন খান ৩৯০ রান করেছিলেন, সেটি অবশ্য ৯ ইনিংসে। তবে ব্যক্তিগত রেকর্ড নয়, দলকে ‘হোয়াইটওয়াশের’ লজ্জা থেকে বাঁচাতে হলে এই জুটিকে বুহুদূর যেতে হবে। আজ তৃতীয়দিনটা মিসবাহদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্কোর ॥ অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৫৩৮/৮ ডিক্লেঃ (১৩৫ ওভার; রেনশ ১৮৪, ওয়ার্নার ১১৩, খাজা ১৩, স্মিথ ২৪, হ্যান্ডসকম্ব ১১০, কার্টরাইট ৩৭, ওয়েড ২৯, স্টার্ক ১৬, ও’কেফে ০*; আমির ০/৮৩, ইমরান ২/১১১, ওয়াহাব ৩/৮৯, ইয়াসির ১/১৬৭, আজহার ২/৭০, শফিক ০/১২)। পাকিস্তান প্রথম ইনিংস ১২৬/২ (৪১ ওভার; আজহার ৫৮*, শারজিল ৪, বাবর ০, ইউনুস ৬৪*; স্টার্ক ০/৩৪, হ্যাজলউড ২/৩২, ও’কেফে ০/১১, লেয়ন ০/৩৪, কার্টব্রাইট ০/১৫)। ** দ্বিতীয়দিন শেষে
×