ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মানবিক সমাজ গঠনে শিক্ষার সঙ্গে সংস্কৃতির সমন্বয় ঘটাতে হবে ॥ নূর

প্রকাশিত: ০৬:২৩, ৪ জানুয়ারি ২০১৭

মানবিক সমাজ গঠনে শিক্ষার সঙ্গে সংস্কৃতির সমন্বয় ঘটাতে হবে ॥ নূর

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, ত্রিশ লাখ প্রাণের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে, মানবিক সমাজ গড়ে তুলতে হবে। এর জন্য প্রকৃত শিক্ষায় শিক্ষিত, জ্ঞানী ও মানবিক চেতনা সম্পন্ন মানুষ দরকার। শিক্ষার সঙ্গে সংস্কৃতির সমন্বয় ঘটানো প্রয়োজন। মন্ত্রী মঙ্গলবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সংস্কৃতি মন্ত্রী বলেন, শিল্প-সংস্কৃতির চর্চা মানুষকে সৃষ্টিশীল করে, তাদের মাঝে মনুষ্যত্ববোধ জাগ্রত করে। গুলশান হলি আর্টিজানে হামলার বিষয় উল্লেখ করে তিনি বলেন, বিপথগামী কিছু তরুণের বিকৃত মানসিকতা অসুস্থ সমাজের জন্ম দেয়। তিনি সমাজের অস্থিতিশীলতা দূর করতে জীবনের সুকুমার বৃত্তির চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মস্তিষ্ককে সতেজ রাখতে হলে সুস্থ সংস্কৃতি চর্চা জরুরী। আর প্রাণবন্ত সৃষ্টিশীল মেধার অধিকারী হতে গান, কবিতা অর্থাৎ শিল্পী মনের বিকাশ হতে দিতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডাঃ প্রাণ গোপাল দত্ত এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার খান আতিয়ার রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ অনির্বাণ মোস্তফা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডীন ও পরিচালকগণ উপস্থিত ছিলেন।
×