ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বছরের শেষটা রঙিন চেলসি, ম্যানইউ, লিভারপুলের

প্রকাশিত: ০৬:৩২, ২ জানুয়ারি ২০১৭

বছরের শেষটা রঙিন চেলসি, ম্যানইউ, লিভারপুলের

স্পোর্টস রিপোর্টার ॥ বিদায়ী ২০১৬ সালের শেষটা রঙিন করেছে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিচেস্টার সিটি। তবে লজ্জা দিয়ে শেষ করেছে ম্যানচেস্টার সিটি। শনিবার ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে মাঠে নেমেছিল দলগুলো। ঘরের মাঠ লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ৪-২ গোলে হারিয়েছে স্টোক সিটিকে। এই জয়ে ২০০১-০২ মৌসুমে আর্সেনালের টানা ১৩ জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছে দ্য ব্লুজরা। শুধু তাই নয়, শীর্ষে থেকে নতুন বছরও শুরু করেছে এ্যান্টোনিও কন্টের দল। চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি ১-০ গোলে হারিয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে। কপালগুণে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ডট্র্যাফোর্ডে ৮৫ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ম্যানইউ পরপর দুই মিনিটের দুই গোলে ২-১ গোলে হারিয়েছে মিডলসব্রোকে। ৩১ ডিসেম্বর ছিল ম্যানইউর সাবেক কোচ স্যার এ্যালেক্স ফার্গুসনের ৭৫তম জন্মদিন। জন্মদিনে প্রিয় দলের হারই দেখতে বসেছিলেন কিংবদন্তি কোচ। তবে শেষ পর্যন্ত এ্যান্থনি মার্শিয়াল ও পল পোগবার গোলে দারুণ উপহারই পেয়েছেন ফার্গি। আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে লিভারপুল। ১৯ ম্যাচ শেষে শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৪৯। ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। ৩৯ নিয়ে তিন নম্বরে ম্যানচেস্টার সিটি। রেকর্ডগড়া চেলসি স্টোকের বিরুদ্ধে দাপুটে ফুটবল খেলে জয় তুলে নেয়। ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যায় স্বাগতিকরা। ৩৪ মিনিটে গ্যারি কাহিল গোল করেন চেলসির হয়ে। বিরতির পরপরই ৪৬ মিনিটে গোল পরিশোধ করে স্টোক সিটি। লক্ষ্যভেদ করেন মার্টিন্স ইন্ডি। তাতে অবশ্য লাভ হয়নি স্টোকের। ৫৭ ও ৬৫ মিনিটে ব্রাজিলিয়ান তারকা উইলিয়ানের গোলে আবারও চালকের আসনে যায় সাবেক চ্যাম্পিয়নরা। ৬৪ মিনিটে ক্রাউচ আরেক গোল ফিরিয়ে দিলে ম্যাচে উত্তেজনা ফেরার আভাস মেলে। তবে ৮৫ মিনিটে দিয়াগো কোস্টা গোল করে চেলসির জয় নিশ্চিত করেন। আরেক ম্যাচে হারের শঙ্কা পেয়ে বসেছিল ম্যানইউকে। ৬৭ মিনিটে লিডবিটারের গোলে এগিয়ে গিয়েছিল মিডলসব্রো। এরপরেই আহত বাঘের মতো প্রতিপক্ষকে পেয়ে বসে ম্যানইউ। ৮৫ মিনিটে মার্শিয়াল ও এক মিনিট পরে পল পোগবার গোলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা। গত মৌসুমে খুব একটা সুবিধা করতে পারেনি লিভারপুল কোচ জার্গেন ক্লপ। ইপিএলে তার দল মৌসুম শেষ করেছিল অষ্টম স্থান নিয়ে। খেলার সুযোগ হয়নি তাই ইউরোপা লীগেও। তবে এবারের মৌসুমে দারুণভাবে এগিয়ে যাচ্ছে রেড ডেভিলরা। পরশু ম্যানসিটিকে হারিয়ে আরেকটি দারুণ জয় পেয়েছে তারা। এর ফলে প্রিমিয়ার লীগে প্রথম মুখোমুখিতে কোচ পেপ গার্ডিওলাকে হারানোর স্বাদ পেয়েছেন জার্গেন ক্লপ। জার্মান লীগে এর আগেও বেশ কয়েকবার মুখোমুখি হয়েছেন সময়ের অন্যতম সেরা দুই। দু’জনেই এখন প্রিমিয়ার লীগে। ইংল্যান্ডে সেই পুরোনো শত্রুতা আবার নতুন করে শুরু করেছেন ক্লপ-গার্ডিওলা। নিজেদের মাঠে শুরুতেই এগিয়ে যায় লিভারপুল। আট মিনিটে এ্যাডাম লালানার ক্রস থেকে জোরালো হেড করে ম্যানসিটির জালে বল জড়ান দিয়েছিলেন ডাচ মিডফিল্ডার জর্জিনিও রেনোল্ডাম। এই গোলটিই আর পরিশোধ করতে পারেনি গার্ডিওলার শিষ্যরা। ম্যাচ শেষে ক্লপ বলেন, আমরা বল দখলে রাখার ক্ষেত্রে খুব একটা ভাল করিনি। কিন্তু তারা সত্যিকারের কোন গোলের সুযোগ সৃষ্টি করতে পারেনি। কারণ আমরা ডিফেন্সে খুবই ভাল করেছি। এদিকে সবারই জানা, উসাইন বোল্ট ইংলিশ প্রিমিয়ার লীগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের অন্ধ ভক্ত। জ্যামাইকান এই এ্যাথলেট রেড ডেভিলসদের এতটাই ভক্ত যে, ম্যানইউর হয়ে খেলারও ইচ্ছা প্রকাশ করেন তিনি। এবার প্রিয় ক্লাব জেতার পর ম্যানইউ টিভির লাইভ শোতে ফোন করে ভক্তদের অবাক করে দিয়েছেন বোল্ট। মিডলসব্রোকে হারানোর পর টিভি চ্যানেল ‘এমইউ টিভি’তে ম্যাচ পরবর্তী আলোচনা করছিলেন ম্যান্ডি হ্যানরি। এমন সময় ফোন করেন বোল্ট। উপস্থাপক বলেন, ‘আমাদের কাছে জ্যামাইকা থেকে একটি ফোন এসেছে। আশা করছি তিনি উসাইন বোল্ট নন। এমন সময় অপর প্রান্ত থেকে ভেসে আসে, আমি উসাইন বোল্টই বলছি। প্রিয় দলের জয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বোল্ট বলেন, ভাল একটি জয় তুলে নিয়েছে ম্যানইউ। এটা দারুণ একটা ম্যাচ ছিল। ম্যাচটা দেখে খুব ভাল লেগেছে। নতুন বছরে বোল্টের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বাড়িতেই আছি, তেমন কোন পরিকল্পনা নেই। কেবল আতশবাজি করেছি।
×