ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি শেষ পর্যায়ে ॥ কিম জং-উন

প্রকাশিত: ০৬:১৬, ২ জানুয়ারি ২০১৭

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি শেষ পর্যায়ে ॥ কিম জং-উন

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন বলেছেন, তার দেশ আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) তৈরির শেষ পর্যায়ে রয়েছে। ইংরেজী নববর্ষ উপলক্ষে টেলিভিশনে দেয়া এক ভাষণে কিম বলেন, সর্বাধুনিক অস্ত্রের উপাদান নিয়ে গবেষণা ও উন্নয়ন দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং আইসিবিএম রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। খবর এএফপির। ২০১৬ সালে উত্তর কোরিয়া কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পূর্ববর্তী বছরগুলোর তুলনায় গত বছর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে দেশটির তৎপরতা ছিল চোখে পড়ার মতো। কিন্তু পশ্চিমা বিশেষজ্ঞদের ধারণা, যুক্তরাষ্ট্রে আঘাত হানার মতো পারমাণবিক ওয়ারহেড যুক্ত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করার পর্যায় থেকে দেশটি এখনও কয়েক বছর পিছিয়ে রয়েছে। পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে জাতিসংঘ। গত বছরের ৯ সেপ্টেম্বর পঞ্চমবারের মতো দেশটি পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানোর পর নবেম্বরে নিষেধাজ্ঞা আরও কঠোর করে জাতিসংঘ। এর আগে ফেব্রুয়ারিতে মহাশূন্যে পাঠানোর উদ্দেশ্যে একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া। ওই উৎক্ষেপণকে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বলে মনে করেন পর্যবেক্ষকরা। দক্ষিণ কোরিয়ায় স্থিতিশীলতা ফিরে আনার অঙ্গীকার ॥ দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হং কিয়ো-আহ রবিবার নতুন বছরের শুভেচ্ছা বার্তায় দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন। গত মাসে প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের অভিশংসিত হওয়ার পর প্রধানমন্ত্রী হং কিয়ো-আহ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পান। হং কিয়ো-আহ ইংরেজী নববর্ষ উপলক্ষে টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, নতুন বছরে দেশে স্থিতিশীলতা আনতে আমার সাধ্য অনুযায়ী সর্বোত্তম সবকিছু করব। তিনি বলেন, নতুন বছরে আরও যে কাজটা করতে হবে তা হল, মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা। ঘনিষ্ঠ বন্ধু চই সুন-সিলের সঙ্গে আঁতাত করার অভিযোগে প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে অভিশংস করতে গত ৯ ডিসেম্বর পার্লামেন্টে ভোটাভুটি হয়। এতে অভিশংসনের পক্ষে বেশিরভাগ ভোট পড়ে।
×