ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক ক্রিকেটকে থেকে অবসর নিচ্ছেন মিসবাহ?

প্রকাশিত: ২২:৫৭, ৩১ ডিসেম্বর ২০১৬

 আন্তর্জাতিক ক্রিকেটকে থেকে অবসর নিচ্ছেন মিসবাহ?

অনলাইন ডেস্ক ॥ বয়স অনেক হয়ে গেছে। ফর্ম থাকুক আর না থাকুক, এ সময় ক্রিকেট মাঠে দৌঁড়ানো আর শরীর মেনে নিতে চায় না। কিন্তু ছেড়ে দিতে চাইলেও তো উপায় নেই। কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে ছাড়তে রাজি নয়। তাই দেশের জন্য হলেও বুড়ো বয়সে দলকে নেতৃত্ব দিয়ে চলছেন মিসবাহ-উল হক। তার একটি মন্তব্য সম্প্রতি গুজব রটেছে সম্ভবত অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন তিনি। এক ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ টেস্টের সিরিজ ইতিমধ্যেই হেরে বসে আছে পাকিস্তান। এর মধ্যে মেলবোর্ন টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয় বেশ পোড়াচ্ছে মিসবাহকে। সিরিজের দ্বিতীয় সেই টেস্টে প্রথম ইনিংসে ৪৪৩ রানে ইনিংস ঘোষণার পর পাকিস্তানের দ্বিতীয় ইনিংস মাত্র ১৬৩ রানে গুটিয়ে যায়! এরপরই দারুণ অভিমানে সংবাদমাধ্যমে বক্তব্য দেন মিসবাহ। মিসবাহ বলেন, "সিডনিতে শেষ টেস্ট খেলব কি না, তা নিয়ে ভাবতে হবে। আমি বিশ্বাস করি, দলের আমার কোনো অবদান না থাকলে খেলা চালিয়ে যাওয়ার মানে হয় না। " ৪২ বছর বয়সী পাক অধিনায়ক ৭১টি টেস্ট ও ১৬৩টি ওয়ান ডে এবং ৩৯টি টি-টোয়েন্টি ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন। গুঞ্জন চলছে সিডনি টেস্টের পরই সম্ভবত অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন মিসবাহ। কিন্তু পাক ক্রিকেট বোর্ড তাকে ছাড়বে তো?
×