ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে সেতু আছে সড়ক নেই, ভোগান্তি এলাকাবাসীর

প্রকাশিত: ০৬:০৮, ৩০ ডিসেম্বর ২০১৬

নরসিংদীতে সেতু আছে সড়ক নেই, ভোগান্তি এলাকাবাসীর

মোস্তফা কামাল সরকার, নরসিংদী ॥ সংযোগ সড়ক নির্মাণ না করেই শিবপুর উপজেলার পাহাড়ী এলাকা যোশর ইউনিয়নে তিনটি সেতু নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) নরসিংদী, ২০০৪-০৫ অর্থবছরে ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন জানখারটেকে ১০ লাখ ৯৭ হাজার টাকায় একটি সেতু এবং পরবর্তী বছর ২০০৫-০৬ অর্থবছরে সৃষ্টিঘর-কুটিবাজার সড়ক সংলগ্ন খৈনকুটে ধানের জমির ওপর ১৮ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে আরও দু’টি সেতু নির্মাণ করা হয় । দীর্ঘ ১০/১২ বছরেও উল্লেখিত তিনটি সেতুর সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে এলাকার ভুক্তভোগীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানখারটেক সেতু সংলগ্ন বাড়ির বাসিন্দা ইব্রাহিম মিয়া জানান, বিএনপির আমলে সম্পূর্ণ রাজনৈতিক কারণে এলাকাবাসীদের মন জয় করা জন্য ধানের জমির ওপর সেতুগুলো নির্মাণ করা হয়। সেতুর দু’পাশে চলাচলের কোন রাস্তা না থাকায় ১০/১২ফুট উঁচু সেতুতে উঠা সম্ভব হয় না। তাই এগুলো জনগণের কোন কাজে আসে না। এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) নরসিংদীর নির্বাহী প্রকৌশলী ফজলে হাবিব জানান, সেতুগুলো যেহেতু ১০/১২ বছর আগে নির্মাণ করা হয়েছে।
×