ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নির্মিত হলো খণ্ড নাটক ‘টু-লেইট ব্যাচেলর’

প্রকাশিত: ০৬:৩৩, ২৯ ডিসেম্বর ২০১৬

নির্মিত হলো খণ্ড নাটক  ‘টু-লেইট ব্যাচেলর’

স্টাফ রিপোর্টার ॥ ব্যাচেলর জীবনের গল্প নিয়ে অতি সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘টু-লেইট ব্যাচেলর’। গোলাম সারওয়ার অনিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্দেশক মো. মেহেদী হাসান জনি। সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শূটিং হয়েছে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহম্মেদ, শারলিন ফারজানা, জোভান, নাদিয়া, উজ্জ্বল চৌধুরী, ইরিন ঝড়া, শেলি আহসান, আনন্দ খালেদ, বিরহী মুক্তার, সুমন প্রমুখ। নাটক প্রসঙ্গে নির্মাতা মো. মেহেদী হাসান জনি বলেন, নাটকে ব্যাচলরদের জীবনযাপনের নানা ঘটনা দেখানো হয়েছে। পাশাপাশি তাদের হাস্যরসাত্মক ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। নাটকের গল্পে দেখা যাবে তিন ব্যাচেলর বন্ধু ঢাকায় ফ্ল্যাট ভাড়া করে থাকে। এক সময় তারা বাড়িওয়ালার মেয়ের সঙ্গে সম্পর্ক করতে চেষ্টা করে। তবে বাড়িওয়ালা তা টের পেয়ে বাড়ি থেকে চলে যেতে বলে। এরপর তারা নতুন ফ্ল্যাটের জন্য যেখানেই যায় ব্যাচেলর বলে ভাড়া পায় না। তাই কোন উপায় না দেখে তারা তিনজন প্রতিবন্ধী সেজে বাসাভাড়া নেয়ার চেষ্টা করে। একজন পঙ্গু, একজন অন্ধ, আর একজন বোবা সেজে বাড়ি খুঁজতে থাকে। অবশেষে এক বাড়িওয়ালী রাজি হয়। বাড়িওয়ালীর চোখ ফাঁকি দিয়ে তাদের তিন মেয়ের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তোলে তারা। একপর্যায়ে বাড়িওয়ালী টের পেয়ে যায় যে তারা মিথ্যের আশ্রয় নিয়েছিল। তাই তাদের আবার বের করে দেয়। বাড়িভাড়া নিয়ে একের পর এক ঘটতে থাকে নানা ঘটনা। এগিয়ে যায় নাটকের কাহিনী।
×