ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় ক্রিকেট লীগ-পঞ্চম রাউন্ড

প্রথমদিনে একমাত্র শতক রকিবুলের

প্রকাশিত: ০৬:২২, ২৮ ডিসেম্বর ২০১৬

প্রথমদিনে একমাত্র শতক রকিবুলের

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন এলইডি টিভি ১৮তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের প্রথমদিনে একমাত্র শতকটি করেছেন ঢাকা বিভাগের রকিবুল হাসান। তিনি ১৩৭ বলে ১৩ চার ও ১ ছক্কায় ১১১ রান করে আউট হন। তার এ শতকে প্রথম স্তরে খুলনার বিপক্ষে ঢাকা বিভাগ প্রথমদিনেই ৪ উইকেট হারিয়ে ৩০৩ রান করে। দিনের অন্য ম্যাচগুলোতে প্রথম স্তরে বরিশালের বিপক্ষে ৭ উইকেট হারিয়ে ২৫৫ রান করে ঢাকা মেট্রো। দ্বিতীয় স্তরে রাজশাহীর বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ২৭৭ রান করে চট্টগ্রাম ও রংপুরের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান করে সিলেট। প্রথম স্তর ॥ একটা সময় জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ২০১১ সালের পর আর জাতীয় দলের জার্সিই গায়ে জড়াতে পারেননি। সেই ৯ টেস্ট, ৫৫ ওয়ানডে ও ৫টি আন্তর্জাতিক টি২০ খেলা রকিবুল মঙ্গলবার এনসিএলে শতক করলেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে নবম শতক এটি তার। তার শতকে ঢাকা বিভাগও ভাল অবস্থান তৈরি করে ফেলেছে। তবে রকিবুলের সঙ্গে সদ্যই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত অনুর্ধ-১৯ এশিয়া কাপ ক্রিকেটে সেমিফাইনাল খেলে দেশে ফেরা বাংলাদেশ যুব দলের অধিনায়ক সাইফ হাসানও ধন্যবাদ প্রাপ্য। তিনি যে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলেছেন। শতক থেকে ১১ রান দূরে আছেন। ৭১ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর রকিবুলকে নিয়ে ১৮০ রানের জুটি গড়েন। ২৫১ রানের সময় রকিবুল আউট হয়ে গেলেও সাইফ উইকেট আঁকড়ে আছেন। আজ দ্বিতীয় দিনে ১৫ রান করা নাদিফ চৌধুরীকে সঙ্গে নিয়ে ব্যাট হাতে নামবেন সাইফ। প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম শতকটি পেতে অপেক্ষায় আছেন সাইফ। একইদিনে প্রথম স্তরের আরেক খেলায় ঢাকা মেট্রো আড়াই শ’ রানের বেশি করে ফেলেছে। নিউজিল্যান্ড থেকে ফিরে ঢাকা মেট্রোর হয়ে জাতীয় ক্রিকেট লীগ খেলতে নেমেছেন মেহেদী মারুফ। ৫৬ রানের ইনিংসও খেলেছেন। যেটি প্রথমদিনে বরিশালের বিপক্ষে ঢাকা মেট্রোর সর্বোচ্চ স্কোরও হয়ে আছে। আজ দ্বিতীয় দিনে দেখা যাক কতদূর যেতে পারে ঢাকা মেট্রো। দ্বিতীয় স্তর ॥ চট্টগ্রামে রাজশাহীর বিপক্ষে দুর্দান্ত খেলছে চট্টগ্রাম। ইরফান শুকুরের ৯০, তাসামুল হকের অপরাজিত ৮৯ ও নাফিস ইকবালের ৫১ রানে বড় স্কোরই দাঁড় করিয়েছে চট্টগ্রাম। সাকলায়েন সজিব ৪টি ও ফরহাদ রেজা ৩টি উইকেট নেন। আজ দ্বিতীয় দিনে দেখা যাক, চট্টগ্রাম শেষপর্যন্ত কতদূর এগিয়ে যায়। দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে বিপত্তির মধ্যে পড়েছে সিলেট। সিলেটেই হচ্ছে খেলা। কিন্তু রংপুরের বিপক্ষে বিপদে পড়ে গেছে। অপরাজিত ৬৩ রান করা জাকের আলী ও অপরাজিত ১৯ রান করা রাহাতুল ফেরদৌসই এখন ভরসা।
×