ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রোটিয়াদের ভাল শুরু

প্রকাশিত: ০৬:০১, ২৭ ডিসেম্বর ২০১৬

প্রোটিয়াদের ভাল শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ পোর্ট এলিজাবেথ টেস্টে ভাল শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাটিং নিয়েছেন স্বাগতিক অধিনায়ক ফাফ ডুপ্লেসিস। প্রথম দিন চা-বিরতিতে এ রিপোর্ট লেখার সময় ৩ উইকেট হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ ১৯৫ রান। ব্যক্তিগত ৫৫ রান নিয়ে ব্যাট করছেন জেপি ডুমিনি। আউট হওয়ার আগে হাফ সেঞ্চুরি পেয়েছেন ওপেনার স্টিফেন কুকও (৫৯)। ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে দারুণ সূচনা এনে দেন কুক আর ডিন এলগার। ৩৫ ওভারেই ১০৪ রান যোগ করেন দু’জনে। ১৯৭০ সালের পর এই প্রথম পোর্ট এলিজাবেথে স্বাগতিক ওপেনিং জুটি থেকে শতাধিক রান যোগ হয়! ১২৫ বলে ৭ চারের সাহায্যে ৫৯ রান করা কুককে ফিরিয়ে এই জুটি ভাঙেন সুরাঙ্গা লাকমল। অতিথি পেসার নিজের একই স্পেলে যখন এলগারকে (৪৫) তুলে নেন ২ উইকেটে দক্ষিণ আফ্রিকার রান তখন ১০৫। এরপর হাল ধরেন আমলা ও ডুমিনি। তৃতীয় উইকেটে ৭৩ রান যোগ করেন তারা। ২০ রান করা আমলাকেও ফেরান সেই লাকমল। তিনজনই উইকেটের পেছনে দিনেশ চান্দিমালের হাতে ক্যাচ তুলে দেন! ডুমিনি ৮৪ বলে ১০ চারের সাহায্যে অনেকটা আক্রমণাত্মক মেজাজে ৫৫ রান নিয়ে ব্যাট করছিলেন। ২২ বলে ৮ রান করা অধিনায়ক ডুপ্লেসিস অনেকটা ধীর-স্থির। সম্প্রতি অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ (২-১) করে ফেরা প্রোটিয়ারা অতিথি লঙ্কানদের সঙ্গে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলছে।
×