ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুশফিকের ইনজুরি

প্রকাশিত: ০৬:০০, ২৭ ডিসেম্বর ২০১৬

মুশফিকের ইনজুরি

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার (বুধবার দিবাগত রাত) বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে। সে ম্যাচে বাংলাদেশের নির্ভরযোগ্য মিডলঅর্ডার ব্যাটসম্যান ও উইকেটরক্ষক মুশফিকুর রহীম খেলবেন তো? আশঙ্কাটা থেকেই যাচ্ছে। সোমবার ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অবসর নিয়ে মাঠ ত্যাগ করেন মুশফিক। এখন পর্যন্ত তার ইনজুরি কোন্ পর্যায়ের তা জানা যায়নি। তবে ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সংবাদ সম্মেলনে জানিয়েছে পর্যবেক্ষণ শেষে স্ক্যানিংয়ের পর মুশফিকের ইনজুরি পরিস্থিতি সঠিকভাবে জানা যাবে। নিউজিল্যান্ডের করা ৩৪১ রানের জবাবে বিপদে পড়া বাংলাদেশকে দারুণভাবে এগিয়ে নিচ্ছিলেন মুশফিকুর রহীম ও সাকিব আল হাসান। সাকিব সাজঘরে ফিরে গেলেও মুশফিক দেখেশুনে বেশ সাবলীল ভঙ্গিতেই খেলছিলেন। কিন্তু ৩৮তম ওভারে দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগে মুশফিকের। পরের ওভারে রান নেয়ার সময় ড্রাইভ দিতে গিয়ে আবারও পান চোট। পরে মাঠ ছাড়েন ফিজিওর সঙ্গে। তার ইনজুরির বিষয়ে মাশরাফি বলেন, ‘বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। আপাতত বরফ দিয়ে রাখা হচ্ছে এবং পর্যবেক্ষণ করা হচ্ছে। দু’দিন পর পরিস্থিতি বুঝে স্ক্যান করা হবে।’ এর অর্থ বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডের আগের দিন নিশ্চিত হওয়া যাবে মুশফিকের অবস্থা সম্পর্কে।
×