ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিজয় দিবস উদযাপিত ॥ ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৫:৫২, ২৫ ডিসেম্বর ২০১৬

বিজয় দিবস উদযাপিত ॥ ক্যাম্পাস সংবাদ

ঢাকা কমার্স কলেজ ঢাকা কমার্স কলেজে বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত ১৭ ডিসেম্বর ঢাকা কমার্স কলেজের কাজী ফারুকী অডিটোরিয়ামে এক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবউদ্দিন আহমদ, বীর উত্তম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু সাইদ, উপাধ্যক্ষ (প্রশাসন) প্রফেসর মো. শফিকুল ইসলাম, উপদেষ্টা (একাডেমিক) প্রফেসর মো. মোজাহার জামিল এবং সহযোগী অধ্যাপক ও শিক্ষা সহায়ক কার্যক্রম ও সংস্কৃতি বিষয়ক কমিটির আহবায়ক মো. সাইদুর রহমান মিঞা। এছাড়া অনুষ্ঠানের শেষে একটি আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়। বিইউবিটি যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) তে উদযাপিত হলো বিজয় দিবস, ২০১৬। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে সম্প্রতি এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদক প্রাপ্ত মহান মুক্তিযুদ্ধের ৮নং সেক্টর কমান্ডার লেঃ কর্নেল (অব) আবু ওসমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এ এফ এম সরওয়ার কামাল এবং বিইউবিটি ট্রাস্টের সদস্য ও একাডেমিক এ্যাডভাইজরি কমিটির কনভেনর প্রফেসর ড. শফিক আহমেদ সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ আবু সালেহ। প্রফেসর মোঃ আবু সালেহ ১৬ ডিসেম্বরে ঢাকা শহরে ঠিক কি ঘটেছিল তার ঐতিহাসিক ঘটনাপঞ্জি বর্ণনা করেন, যা অনেক শিক্ষার্থীর অজানা ছিল। ক্যাম্পাস প্রতিবেদক
×