ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের বর্ণাঢ্য উদ্বোধন

আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

প্রকাশিত: ০৬:৩০, ২৩ ডিসেম্বর ২০১৬

আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল টুর্নামেন্ট বৃহস্পতিবার ঢাকার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উদ্বোধন হয়। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশ ৩-১ সেটে আফগানিস্তানকে হারিয়ে শুভসূচনা করেছে। এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ নেপাল, আফগানিস্তান, কিরগিজস্তান ও মালদ্বীপ অংশগ্রহণ করছে। কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী ও টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের পর মার্চপাস্টে অংশ নেয় অংশগ্রহণকারী ৫ দেশ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল, এমপি; এশিয়ান ভলিবল কনফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ইশা হামজা আলফেইলাকারি, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম। এ সময় সহ-সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আসলাম সানী, যুগ্ম সম্পাদক ফজলে রাব্বী বাবুলসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বক্তব্য শেষে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি মঞ্চ থেকে নেমে আসেন এবং ৫ দেশের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তার সঙ্গে পরিচিত হন। আন্তর্জাতিক অঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠান রাঙ্গিয়ে তুলতে ফেডারেশনের পক্ষ থেকে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেয় আজিজ নৃত্যকলা একাডেমির ৫০ জন ছেলেমেয়ে। তারা তুলে ধরে ২৫ মার্চ রাতের সেই অন্ধকার রাতের স্মৃতি থেকে ৯ মাসের মুক্তিযুদ্ধের সব ইতিহাস। ছয় দিনব্যাপী এই আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর।
×